২০১৭ সালের এইচ. এস. সি পরীক্ষার্থীরা এদিকে এসো । এখনই নিয়ে নাও বাংলা প্রথম পত্র ও ইংরেজি ১ম পত্রের পিডিএফ টেস্টপেপার । আর তোমাকে কিনে টেস্টপেপার পড়তে হবে না ।

প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা ! তোমরা সবাই কেমন আছ ? আশা করি আল্লাহর রহমতে ভাল আছ । আমি তোমাদের দোয়াই ভাল আছি  । অনেক দিন থেকে অনেকে আমাকে কল করে বলেছ এইচ. এস সি পরীক্ষার্থীদের জন্য কিছু করার জন্য । আমি তোমাদের কথা দিয়েছিলাম এবার তোমাদের সমস্ত টেস্টপেপার ফ্রি দেব বলে । তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের নিম্নের দুইটি টেস্টপেপার উপহার দিচ্ছি ।

 

Rar Password: MagicCoachingCenter

১ । বাংলা ১ম পত্র টেস্টপেপার ২০১৭

২  । ইংরেজি ১ম পত্র টেস্টপেপার ২০১৭

সময় পেলে আমার ছোট্ট ব্লক ম্যাজিক কোচিং সেন্টার থেকে ঘুরে আসতে পারেন ।

কার কো সমস্যা বা অভিযোগ থাকলে আমার ফেসবুক আইডি শাহরিয়ার কবীর এ যোগাযোগ করতে পারেন ।

 

How to read pdf Test Paper: 

কম্পিউটার ভার্সনের জন্যঃ

টেস্ট পেপার গুলো ডাউনলোড করতে বিষয়ের উপর ক্লিক করে ডাউনলোড করুন।
তারপর Testpaper টি unzip করুন। unzip করলে আপনি অনেক গূলো ফাইল দেখতে পারবেন। তার মধ্য থেকে index ফাইলটিকে ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করলেই টেস্টপেপারটি পড়তে পারবেন।
এর জন্য আপনার কম্পিউটারে adobe flash player এবং মজিলা ফায়ারফক্স Install করা থাকতে হবে।
এই টেস্টপেপারটি Android মোবাইল দিয়েও পড়তে পারবেন। এর জন্য আপনার মোবাইলে প্রথমে Abobe flash player install করুন। তারপর UC Browser install করুন। এখন unzip করা ফাইল থেকে index ফাইলটির উপর ক্লিক করুন। Open with Uc Browser করুন।

Android ভার্সনের জন্যঃ
এই টেস্টপেপারটি Android মোবাইল দিয়েও পড়তে পারবেন। এর জন্য আপনার মোবাইলে প্রথমে Abobe reader  install করুন।
Adobe Reader ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
Rar file extract করার জন্য আপনার মোবাইলে অবশ্যই Winrar সফটওয়্যারটি ইন্সটল থাকতে হবে।
Winrar ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

ফাইলগুলো অবশ্যই UC Browser দিয়ে ডাউনলোড করবেন ।  UC Browser ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
আমার মতে সকলের পিডিএফ টেস্টপেপার ডাউনলোড করাই উচিৎ। কেননা পিডিএফ ভার্সন টেস্টপেপার কম্পিঊটার ও Android উভয় ডিভাইসেই ব্যবহার করা যাবে ।
Android Mobile দিয়ে কিভাবে টেস্টপেপার গুলো পড়বেন তার বিস্তারিত বর্ণনা দেওয়া হলঃ

আপনার ডাউনলোডকৃত ফাইলের উপরে ক্লিক করুন ।

তারপর Extract Here এর উপর ক্লিক করুন ।

পাসওয়ার্ড চাইলে MagicCoachingCenter দিয়ে Ok করুন  ।

 

১০০% সম্পূর্ণ  হওয়া পর্যন্ত অপেক্ষা করুন ।

 

১০০% হলে আপনার যে ফোল্ডারে ডাঊনলোড করেছিলেন সেই ফোল্ডারে গেলে পিডিএফ টেস্টপেপার পাবেন । টেস্টপেপার এর উপর ক্লিক করলেই আপনি টেস্টপেপারটি পড়তে পারবেন ।





Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*