বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এ ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা ১৪, ১৫, ২১ ও ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে। ভর্তিচ্ছুরা ১৯ আগস্ট থেকে ২ অক্টোবর পর্যন্ত আবেদন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবে। ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে তুলে দেওয়া হলোঃ
আবেদনের সময়সীমাঃ ১৯ আগস্ট থেকে ২ অক্টোবর পর্যন্ত।
প্রবেশপত্র ডাউনলোড শুরুঃ ০৬ অক্টোবর থেকে।
ভর্তি পরীক্ষার সময়সূচী (ফলাফল প্রকাশের তারিখ সহ):
► ১৪ অক্টোবরঃ কলা ও সমাজবিজ্ঞান অনুষদ (FASS); ফলাফল প্রকাশিত হবে ১৮ অক্টোবর।
► ১৫ অক্টোবরঃ সিকিউরিটি এন্ড স্ট্রেটেজিক স্টাডিজ (FSSS); ফলাফল প্রকাশিত হবে ১৯ অক্টোবর।
► ২১ অক্টোবরঃ ব্যবসায় প্রশাসন অনুষদ (FBS); ফলাফল প্রকাশিত হবে ২৫ অক্টোবর।
► ২২ অক্টোবরঃ সায়েন্স এন্ড টেকনোলজি (FST): ফলাফল প্রকাশিত হবে ২৬ অক্টোবর।
গুরুত্বপূর্ণ তারিখঃ
► আবেদনকৃতদের মধ্য থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য শিক্ষার্থীদের তালিকা প্রকাশ ৫ অক্টোবর।
► Viva-Voce এর তারিখ ১ থেকে ২২ নভেম্বর পর্যন্ত।
► Viva-Voce তে অংশগ্রহণকারীদের মধ্য হতে নির্বাচিতদের তালিকা প্রকাশ ২৮ নভেম্বর।
► ভর্তি সময়সীমাঃ ২৯ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত।
► অপেক্ষমাণ তালিকা প্রকাশঃ ৮ ডিসেম্বর।
► অপেক্ষমাণ তালিকা হতে ভর্তি সময়সীমাঃ ৯ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত।
► নবীন বরণঃ ২ জানুয়ারি ২০১৭।
► ক্লাস শুরুঃ ৩ জানুয়ারি ২০১৭।
আবেদনের যোগ্যতাঃ
কলা ও সমাজবিজ্ঞান অনুষদ (FASS), ব্যবসায় প্রশাসন অনুষদ (FBS) ও সিকিউরিটি এন্ড স্ট্রেটেজিক স্টাডিজ (FSSS) অনুষদে আবেদন করার ক্ষেত্রে-
► বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৪.৭৫ এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৪.৫০ থাকা আবশ্যক।
► বাণিজ্য ও মানবিক বিভাগ থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৪.৫০ এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৪.২৫ থাকা আবশ্যক।
সায়েন্স এন্ড টেকনোলজি (FST) অনুষদে আবেদন করার ক্ষেত্রে-
► শুধুমাত্র বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৫.০০ এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৪.৭৫ থাকা আবশ্যক।
দ্রষ্টব্যঃ যাদের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাশের সন ২০১৫/২০১৬ কেবল তারাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রয়েছে।
আসন সংখ্যাঃ
► কলা ও সমাজবিজ্ঞান অনুষদ (FASS):
** Economics- 88
** Public Administration (PA)- 44
** Development Studies (DS)- 44
** English (Eng)- 44
** Sociology- Unknown.
► ব্যবসায় প্রশাসন অনুষদ (FBS):
** Finance and Banking- 88
** Accounting and Information System- 88
**Marketing- 88
** Management Studies- 88
** BBA General- Unknown.
► সিকিউরিটি এন্ড স্ট্রেটেজিক স্টাডিজ (FSSS):
** International Relationship- 100
** Law (LLB)- 100
** Mass Communication & Journalism- Unknown.
► সায়েন্স এন্ড টেকনোলজি (FST):
** information & Communication Technology- 100
** Environmental Science- Unknown.
ভর্তি পরীক্ষার মানবণ্টনঃ
► কলা ও সমাজবিজ্ঞান অনুষদ (FASS):
** বাংলা- ২০
** ইংরেজী- ৩০
** সাধারন জ্ঞান (২৫+২৫)- ৫০
► ব্যবসায় প্রশাসন অনুষদ (FBS):
** ইংরেজী- ৩০
** গণিত- ৪০
** সাধারন জ্ঞান- ৩০
► সিকিউরিটি এন্ড স্ট্রেটেজিক স্টাডিজ (FSSS):
** বাংলা- ২০
** ইংরেজী- ৩০
** সাধারন জ্ঞান (২৫+২৫)- ৫০
► সায়েন্স এন্ড টেকনোলজি (FST):
** গণিত- ৪০
** পদার্থ- ৩০
** রসায়ন- ২০
** ইংরেজী- ১০
** লিখিত MCQ পরীক্ষায় প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর করে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য (.২৫) নম্বর কর্তন করা হবে।
গুরুত্বপূর্ণ লিংকঃ
অনলাইনে আবেদন এর ঠিকানাঃ admission.bup.edu.bd
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (BUP) এ ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি
[BUP ভর্তি বিজ্ঞপ্তি ডাউনলোড]
ভিডিওতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস
২০১৬-১৭ শিক্ষাবর্ষে BUP সহ বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য, প্রবেশপত্র ডাউনলোড এর তারিখ, ভর্তি পরীক্ষার ফলাফল ও অন্যান্য সর্বশেষ তথ্য জানতে নিয়মিত লেখাপড়া বিডি ডট কম এর ভর্তি তথ্য বিভাগ ভিজিট করুন।
Leave a Reply