বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (BUP) এ ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এ ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা ১৪, ১৫, ২১ ও ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে। ভর্তিচ্ছুরা ১৯ আগস্ট থেকে ২ অক্টোবর পর্যন্ত আবেদন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবে। ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে তুলে দেওয়া হলোঃBUP

আবেদনের সময়সীমাঃ ১৯ আগস্ট থেকে ২ অক্টোবর পর্যন্ত।

প্রবেশপত্র ডাউনলোড শুরুঃ ০৬ অক্টোবর থেকে।

ভর্তি পরীক্ষার সময়সূচী (ফলাফল প্রকাশের তারিখ সহ):
► ১৪ অক্টোবরঃ কলা ও সমাজবিজ্ঞান অনুষদ (FASS); ফলাফল প্রকাশিত হবে ১৮ অক্টোবর।
► ১৫ অক্টোবরঃ সিকিউরিটি এন্ড স্ট্রেটেজিক স্টাডিজ (FSSS); ফলাফল প্রকাশিত হবে ১৯ অক্টোবর।
► ২১ অক্টোবরঃ ব্যবসায় প্রশাসন অনুষদ (FBS); ফলাফল প্রকাশিত হবে ২৫ অক্টোবর।
► ২২ অক্টোবরঃ সায়েন্স এন্ড টেকনোলজি (FST): ফলাফল প্রকাশিত হবে ২৬ অক্টোবর।

গুরুত্বপূর্ণ তারিখঃ
► আবেদনকৃতদের মধ্য থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য শিক্ষার্থীদের তালিকা প্রকাশ ৫ অক্টোবর।
► Viva-Voce এর তারিখ ১ থেকে ২২ নভেম্বর পর্যন্ত।
► Viva-Voce তে অংশগ্রহণকারীদের মধ্য হতে নির্বাচিতদের তালিকা প্রকাশ ২৮ নভেম্বর।
► ভর্তি সময়সীমাঃ ২৯ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত।
► অপেক্ষমাণ তালিকা প্রকাশঃ ৮ ডিসেম্বর।
► অপেক্ষমাণ তালিকা হতে ভর্তি সময়সীমাঃ ৯ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত।
► নবীন বরণঃ ২ জানুয়ারি ২০১৭।
► ক্লাস শুরুঃ ৩ জানুয়ারি ২০১৭।

আবেদনের যোগ্যতাঃ
কলা ও সমাজবিজ্ঞান অনুষদ (FASS), ব্যবসায় প্রশাসন অনুষদ (FBS) ও সিকিউরিটি এন্ড স্ট্রেটেজিক স্টাডিজ (FSSS) অনুষদে আবেদন করার ক্ষেত্রে-

► বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৪.৭৫ এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৪.৫০ থাকা আবশ্যক।

► বাণিজ্য ও মানবিক বিভাগ থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৪.৫০ এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৪.২৫ থাকা আবশ্যক।

সায়েন্স এন্ড টেকনোলজি (FST) অনুষদে আবেদন করার ক্ষেত্রে-
► শুধুমাত্র বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৫.০০ এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৪.৭৫ থাকা আবশ্যক।

দ্রষ্টব্যঃ যাদের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাশের সন ২০১৫/২০১৬ কেবল তারাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রয়েছে।

আসন সংখ্যাঃ
► কলা ও সমাজবিজ্ঞান অনুষদ (FASS):
** Economics- 88
** Public Administration (PA)- 44
** Development Studies (DS)- 44
** English (Eng)- 44
** Sociology- Unknown.

► ব্যবসায় প্রশাসন অনুষদ (FBS):
** Finance and Banking- 88
** Accounting and Information System- 88
**Marketing- 88
** Management Studies- 88
** BBA General- Unknown.

► সিকিউরিটি এন্ড স্ট্রেটেজিক স্টাডিজ (FSSS):
** International Relationship- 100
** Law (LLB)- 100
** Mass Communication & Journalism- Unknown.

► সায়েন্স এন্ড টেকনোলজি (FST):
** information & Communication Technology- 100
** Environmental Science- Unknown.

ভর্তি পরীক্ষার মানবণ্টনঃ
► কলা ও সমাজবিজ্ঞান অনুষদ (FASS):
** বাংলা- ২০
** ইংরেজী- ৩০
** সাধারন জ্ঞান (২৫+২৫)- ৫০

► ব্যবসায় প্রশাসন অনুষদ (FBS):
** ইংরেজী- ৩০
** গণিত- ৪০
** সাধারন জ্ঞান- ৩০

► সিকিউরিটি এন্ড স্ট্রেটেজিক স্টাডিজ (FSSS):
** বাংলা- ২০
** ইংরেজী- ৩০
** সাধারন জ্ঞান (২৫+২৫)- ৫০

► সায়েন্স এন্ড টেকনোলজি (FST):
** গণিত- ৪০
** পদার্থ- ৩০
** রসায়ন- ২০
** ইংরেজী- ১০

** লিখিত MCQ পরীক্ষায় প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর করে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য (.২৫) নম্বর কর্তন করা হবে।

গুরুত্বপূর্ণ লিংকঃ

অনলাইনে আবেদন এর ঠিকানাঃ admission.bup.edu.bd

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (BUP) এ ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি

BUP Admission Circular 2016-17

BUP Admission Circular 2016-17
BUP Admission Circular 2016-17

[BUP ভর্তি বিজ্ঞপ্তি ডাউনলোড]

ভিডিওতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস


২০১৬-১৭ শিক্ষাবর্ষে BUP সহ বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য, প্রবেশপত্র ডাউনলোড এর তারিখ, ভর্তি পরীক্ষার ফলাফল ও অন্যান্য সর্বশেষ তথ্য জানতে নিয়মিত লেখাপড়া বিডি ডট কম এর ভর্তি তথ্য বিভাগ ভিজিট করুন।





About আল মামুন মুন্না 821 Articles
আল মামুন মুন্না, বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ সাইট "লেখাপড়া বিডি"র প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে নিয়োজিত আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন যশোর সরকারী এম. এম. কলেজ থেকে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয় নিয়ে বি.বি.এ অনার্স ও আজম খান সরকারী কমার্স কলেজ থেকে এমবিএ সম্পন্ন করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*