বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) তে ভাষা কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর সেন্টার ফর মডার্ন ল্যাংগুয়েজেস কর্তৃক পরিচালিত আরবী, ফ্রেঞ্চ, চাইনিজ, ইংরেজি, জার্মান, জাপানিজ, রাশিয়ান, বার্মিজ ও তার্কিস ল্যাংগুয়েজ এলিমেন্টারি কোর্স ও আরবী, ফ্রেঞ্চ ও চাইনিজ লেভেল-১ কোর্স এবং ডিপ্লোমা ইন অ্যারাবিক ও ডিপ্লোমা ইন ফ্রেঞ্চ ভাষা কোর্সে ভর্তির জন্য ভর্তি বিজ্ঞপ্তি ২০২০ প্রকাশিত হয়েছে।
এলিমেন্টারি (আরবী, ফ্রেঞ্চ, চাইনিজ, ইংরেজি, ফ্রেঞ্চ, জার্মান, জাপানিজ, রাশিয়ান, বার্মিজ ও তার্কিস):
- কোর্সের মেয়াদ কাল : ০৬ সেপ্টেম্বর ২০২০ – ৩০ ডিসেম্বর ২০২০।
- কোর্স ফি : ৮,০০০.০০ (আট হাজার) টাকা
- ভর্তির যােগ্যতা: এইচএসসি/সমতূল্য পাশ।
- ক্লাসের সময়: প্রতি রবি ও বুধবার ১৮০০ হতে ২০০০ ঘটিকা।
লেভেল-১ (আরবী, ফ্রেঞ্চ ও চাইনিজ):
- কোর্সের মেয়াদ কাল : ০৬ সেপ্টেম্বর ২০২০ – ৩১ জানুয়ারি ২০২১।
- কোর্স ফি: ১২,০০০.০০ (বারাে হাজার) টাকা।
- ভর্তির যােগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে এলিমেন্টারি/সমমানের পাশ ।
- ক্লাসের সময়: প্রতি রবি ও বুধবার ১৮০০ হতে ২০৩০ ঘটিকা।
ডিপ্লোমা (আরবী ও ফ্রেঞ্চ):
- কোর্সের মেয়াদ কাল : ০৬ সেপ্টেম্বর ২০২০ – ৩০ জুন ২০২১।
- কোর্স ফি: ২০,০০০.০০ (বিশ হাজার) টাকা।
- ভর্তির যােগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে লেভেল-১/সমমানের পাশ।
- ক্লাসের সময় ; প্রতি রবি ও বুধবার ১৮০০ হতে ২০০০ ঘটিকা
আসন সংখ্যা: ৫০ জন (প্রতি কোর্স)
বিরাজমান কোভিড-১৯ পরিস্থিতি স্বাভাবিক হলে সরাসরি বিইউপি শ্রেণী কক্ষে অথবা উল্লেখিত তারিখ হতে অনলাইনে ক্লাস কার্যক্রম শুরু হবে।
ভর্তির নিয়মাবলীঃ বিইউপি’র ওয়েবসাইট (www.bup.edu.bd) হতে আবেদনপত্র সংগ্রহ করা যাবে অথবা নিম্নোক্ত লিঙ্কে প্রবেশের মাধ্যমে আবেদন পত্র ডাউনলােড করা যাবে (https://bup.edu.bd/faculties/centre-for-modern-languages-cml)। ভর্তির আবেদনপত্র ডাউনলােড করে পূরণ করতে হবে। কোর্স ফি ‘Language Program’ শিরােনামের হিসাব নং-০০২৮-০৩১০০৩৮৩৯২, ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর যেকোন শাখায় টাকা জমা দিতে হবে। আবেদন পত্রের সাথে পাসপাের্ট সাইজের ছবি, শেষ শিক্ষাগত যােগ্যতার সনদপত্র এবং কোর্স ফি জমা রসিদের কপিসহ সকল কাগজপত্র স্ক্যান করে সফটকপি নিম্নোক্ত ই-মেইলে (ashikur.rahman@bup.edu.bd) আগামী ২৭ আগস্ট ২০২০ তারিখের মধ্যে প্রেরণের মাধ্যমে ভর্তি হওয়া যাবে।
যে কোন বিষয়ে তথ্যের জন্য নিম্নলিখিত নম্বরসমূহে যােগাযােগ করার জন্য বলা হয়েছে। প্রােগ্রাম কো-অর্ডিনেটর সেন্টার ফর মডার্ন ল্যাংগুয়েজেস ফোন: ০১৭৬৯০২৮৭৪৬/০১৭৬৯০২৮৭৬৬/০১৭৭৫০৮৮৮৪৩/০১৭২৬৯১৬৭৭১
Leave a Reply