আজ আপনাদের জন্য নিয়ে আসলাম এমন একটা এপস যা না থাকলেই আপনি যেকোনো সময়ে বিপদে পরতে পারেন

অতি অল্প Master মজার মজার ইংলিশ শিখতে হলে এই এপস এর কোন জুড়ি নেই। এপস টার নতুন ভার্সন এ Flash Card এড করা হইছে, যা আপনাকে শব্দ মুখস্ত করতে অনেক হেল্প করবে। সেটিংসকে করা হয়েছে আরও সহজ। গেইম খেলে spelling ঠিক করে নিন, অ্যান্ড MCQ দিয়ে শিখতে পারবেন সব কঠিন কঠিন rules.

কষ্ট করে সাইফুরস এর ওয়ার্ড খুঁজতে হবে না, এপস এর ইম্পরট্যান্ট অপশন টিতে ৫০০০ ওয়ার্ড আছে, যা শিখলে saifurs অ্যান্ড GRE এর প্রায় সব ওয়ার্ড শেখা হয়ে যাবে, এই ছাড়াও আছে প্রায় ২৫০০০০ শব্দ, যা অন্য যে কোন এপস এর চাইতে ৫ গুন বেশি।

আর যারা ইংলিশ শিখতে আগ্রহী না তারা একটু দূরে সরে দাঁড়ান প্লীজ,এইটা আপনাদের জন্য না।

যা যা আছে এপস টিতেঃ
i) ৫০০০ GRE & saifurs এর মত ইম্পরট্যান্ট ওয়ার্ড।
ii) ২৫০০০০ word.
iii) ৯০,000 common word
iv) MCQ (পরীক্ষার মত)
v) Games
vi)Flash Card
vii) ইংলিশ টু বাংলা।
viii) বাংলা টু ইংলিশ।
ix) ইংলিশ টু ইংলিশ বর্ণনা দেওয়া আছে।
x) ওয়ারপেপার এ শব্দ সেট করার সুবিধা।
xi) প্রিয় অ্যান্ড হিস্ট্রি শব্দ গুলা শেয়ার করা।
xii) শেয়ার করে শব্দের অর্থ বাহির করা।
xiii) প্রতিদিন ৪ টা শব্দ শেখার খুব সুন্দর ব্যবস্থা।
xiv) আছে খুব ভাল ১টা গেইম। খেলে দখেন সত্যি কারের মজা কাকে বলে।
xv) ব্যাকআপ অ্যান্ড রিস্টোর (Sd card, google drive, dropbox)
xvi) কপি করে শেয়ার করার অপশন টা ও আছে।

(অনলাইন এ আপনার প্রিয় অথবা হিস্ট্রি শব্দ গুলা সেইভ করে রাখতে পারবেন, গুগল drive, ড্রপ বক্স এ সেইভ করতে পারবেন।)
সেটিং গুলা বোঝার জন্য অনেক গুলা অপশন আছে। প্রতি পেইজ এই হেল্প আছে। হেল্প গুলা পড়লে সমস্যা হবার কথা না।
শব্দ শেয়ার এর অপশন টা কঠিন লাগতে পারে। তাই একটু করে বলে দিলাম।

(ওয়েব সাইট এর কোন শব্দটির ওপর লং প্রেস করুন দেখবেন browser ওপরে শেয়ার করার অপশন এনাবল করেছে, তখন শব্দ টি বা পুরা প্যাঁরাগ্রাপ সিলেক্ট করে শেয়ার করেন অভিধান টি দিয়ে, তখন পুরা প্যাঁরাগ্রাপ ট্রান্সলেট হয়ে যাবে তখন শব্দ গুলা চাইলে অ্যাড করতে পারবেন প্রিয় শব্দের তালিকাতে) Display সেটিংসে পাবেন অনেক ধরনের সুবিধা,গেলেই দেখবেন। নোটিফিকেশান অন অফ করতে পারবেন। এপস স্টার্ট হবার সাথে সাথে কীবোর্ড শো করার সুবিধা তো আছেই।
সব কন্ট্রোল করার সুবিধা। যেমন রং, সাইজ, আরও আছে অনেক অনেক সেটিংস ইন্সটল না করে যাবেন না কিন্তুু।

Download Now
Music Master





About লেখাপড়া বিডি ডেস্ক 1519 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*