ইতিহাসের এই দিনে – ১৩ই মার্চ

ঘটনাবলী

  • ৪৫ সালের এই দিন থেকে জুলিয়ান ক্যালেন্ডারের সূচনা হয়।
  • ১৭৫৮ সালের এই দিনে হেলির ধূমকেতু গ্রহকক্ষস্থ সূর্যের নিকটতম বিন্দুতে অবস্থান নেয়।
  • ১৭৮১ সালের এই দিনে স্যার উইলিয়াম হার্শেল ইউরেনাস গ্রহ অবিষ্কার করেন।
  • ১৭৯৯ সালের এই দিনে মেদিনীপুরে চুয়াড় বিদ্রোহ শুরু হয়।
  • ১৮৭৮ সালের এই দিনে বিভিন্ন ভাষার সংবাদপত্রের জন্য ব্রিটিশ রাজ কর্তৃক সংবাদপত্র আইন প্রণীত হয়।
  • ১৮৯৬ সালের এই দিনে নেদারল্যান্ডসে প্রথম চলচ্চিত প্রদর্শিত হয়
  • ১৯৩০ সালের এই দিনে সৌরম-লের নবম গ্রহ প্লুটো আবিষ্কৃত হয়।
  • ১৯৫৪ সালের এই দিনে ইন্দোচীনে দিয়েন বিয়েন ফু’র যুদ্ধ শুরু হয়।
  • ১৯৭১ সালের এই দিনে শিল্পাচার্য জয়নুল আবেদিনের নেতৃত্বে স্বাধীনতা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষুব্ধ শিল্পী সমাজের প্রথম মিছিল অনুষ্ঠিত হয়।

জন্ম

  • ১৫৯৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জ ডি লাটউর, তিনি ছিলেন ফরাসি চিত্রশিল্পী।
  • ১৭৩৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোসেফ প্রিস্টলি, তিনি ছিলেন ইংরেজ রসায়নবিদ।
  • ১৭৮১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কার্ল ফ্রেডরিখ সচিঙ্কেল, তিনি ছিলেন জার্মান স্থপতি।
  • ১৮৬১ সালে এই দিনে সাহিত্যিক ও সম্পাদক জলধর সেন জন্ম গ্রহণ করেন।
  • ১৮৯৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সত্যেন্দ্রনাথ বসু’র (সত্যেন বোস), তিনি ছিলেন খ্যাতনামা বাঙালি পদার্থবিদ।
  • ১৮৯৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন হ্যাসব্রাউক ভ্যান ভ্লেক, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ ও গণিতবিদ।
  • ১৯০০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গেওর্গে সেফেরিস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী গ্রিক কবি।
  • ১৯১৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অদ্বৈত মল্লবর্মণ, তিনি ছিলেন খ্যাতনামা বাঙালি ঔপন্যাসিক।
  • ১৯৩০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিন, তিনি বাংলাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ ও জনপ্রিয় বিজ্ঞান লেখক।
  • ১৯৪১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাহমুদ দারবিশ, তিনি ফিলিস্তিনি কবি ও লেখক।
  • ১৯৭৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এডগার ডেভিডস, তিনি ডাচ ফুটবল।
  • ১৯৮৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হোলগার বাডস্টুবের, তিনি জার্মান ফুটবলার।
  • ১৯৮৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পিচেস হানিব্লসম গেল্ডফ, তিনি ছিলেন একজন ইংরেজ সাংবাদিক, টেলিভিশন উপস্থাপক ও মডেল।

মৃত্যু

  • ১৭৩৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সুজাউদ্দিন খান, তিনি ছিলেন সুবাদার বাংলার।
  • ১৭৪৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সুইজারল্যান্ডের খ্যাতনামা গণিতবিদ ইয়োহান বার্নুয়ি।
  • ১৮৮১ সালের এই দিনে রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার আততায়ীর হাতে নিহত হন।
  • ১৮৯৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জার্মান পদার্থবিজ্ঞানী হার্টজ।
  • ১৯০১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বেঞ্জামিন হ্যারিসন, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ২৩তম রাষ্ট্রপতি।
  • ১৯০৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সুসান ব্রাউলেন অ্যান্টনি, তিনি ছিলেন মার্কিন নারী ভোটাধিকার প্রতিষ্ঠার অন্যতম পুরোধা নেত্রী।
  • ১৯৬৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রাঙ্ক ওরেল, তিনি ছিলেন ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার ও জামাইকান সিনেটর।
  • ১৯৭৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জসীম উদ্দীন, তিনি ছিলেন বাংলাদেশের পল্লীকবি।
  • ১৯৭৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ইভো আন্দ্রিচ, নোবেল পুরস্কার বিজয়ী যুগোস্লাভ লেখক।
  • ১৯৮৫ সালে এই দিনে কবি দিনেশ দাশ মৃত্যুবরণ করেন।
  • ১৯৯৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ক্রিস্তফ কিয়েশ্‌লফ্‌স্কি, তিনি ছিলেন পোল্যান্ডের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা।
  • ১৯৯৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বিল রিড, কানাডিয়ান তিনি ছিলেন ভাস্কর ও চিত্রশিল্পী।
  • ২০১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রিচার্ড ডেভি, তিনি ছিলেন অস্ট্রেলিয়ান অভিনেতা, পরিচালক ও নাট্যকার।
  • ২০১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অ্যাবি সিঙ্গার, তিনি ছিলেন আমেরিকান উৎপাদন ব্যবস্থাপক।





About লেখাপড়া বিডি ডেস্ক 1526 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*