বিকেএসপি ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ – বিকেএসপি ভর্তি সার্কুলার ২০২২ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি ক্রীড়া মেধা সম্পন্ন খেলোয়াড়দের সাধারন শিক্ষাসহ দীর্ঘ মেয়াদী বিজ্ঞান ভিত্তিক ক্রীড়া প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে জাতীয় ও আন্তজার্তিক মানের খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে ২০২২ সালের জন্য খেলোয়াড় ভর্তি করা হবে। এ লক্ষ্যে নিন্মবর্ণিত দিনসমূহে ঢাকা বিকেএসপি সহ নিচের কেন্দ্রগুলোতে প্রাথমিক বাছাই কার্যক্রম পরিচালিত হবে।
নির্বাচন পদ্ধতি
প্রাথমিক বাছাইঃ
১। প্রাথমিক বাছাইয়ের দিন প্রশিক্ষণার্থীকে অনলাইনে পূরণকৃত রেজিস্ট্রেশন ফরমের প্রিন্ট কপি ও পরীক্ষা ফি বাবদ ২০০/- টাকা উত্তরা ব্যাংক লি. বিকেএসপি শাখা, হিসাবের নাম মহাপরিচালক বিকেএসপি, সঞ্চয়ী হিসাব নম্বর ৭৩৩ এ নগদ জমা/যেকোন ব্যাংক হতে ডিডি/পে-অর্ডার জমা দিয়ে জমা স্লিপ অনলাইন রেজিস্ট্রেশনের সময় আপলোড করতে হবে। জমা স্লিপ ফরমের সাথে সংযুক্ত করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
২। নির্বাচনী প্রক্রিয়ায় প্রাথমিক ডাক্তারি ও শারীরিক যোগ্যতা বা ফিটনেস টেস্ট নেয়া হবে।
৩। স্ব-স্ব খেলা/বিভাগ অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে। এ জন্য সবাইকে স্ব স্ব খেলা অনুযায়ী ক্রীড়া সরঞ্জামাদি ও পোশাক সাথে আনতে হবে।
৪। প্রাথমিক নির্বাচনের ফলাফল —– ২০২২ বিকেএসপির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
৫। একজন প্রার্থী পৃথক পৃথক নিবন্ধন নম্বর দিয়ে একাধিক ক্রীড়া বিভাগে পরীক্ষা দিতে পারবে।
৬। নির্ধারিত দিনসমূহে পরীক্ষা সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে।
চূড়ান্ত নির্বাচনঃ
১। কেবলমাত্র প্রাথমিকভাবে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে ০৭ দিনের প্রশিক্ষন ক্যাম্প আয়োজন করা হবে যার ফলাফল বিকেএসপির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
২. প্রশিক্ষন ক্যাম্পে স্ব-স্ব ক্রীড়া বিভাগের ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে।
৩. সর্বশেষ অধ্যয়নরত শ্রেনির সিলেবাস অনুযায়ী স্ব-স্ব শ্রেনির লিখিত পরীক্ষা (বাংলা, ইংরেজী ও গণিত) গ্রহণ করা হবে।
৪. ক্রীড়া বিজ্ঞান সংক্রান্ত ব্যবহারিক পরীক্ষা ও চূড়ান্ত ডাক্তারী পরীক্ষা গ্রহণ করা হবে।
৫. প্রশিক্ষণ ক্যাম্পে যোগদানের দিন ০২ (দুই) কপি রঙিন ছবি (পাসপোর্ট সাইজ), জন্ম নিবন্ধন, পিইসি ও জেএসসি/জেডিসি ও নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি আনতে হবে।
৬। ২০২২ সালের ————- তারিখ চূড়ান্ত ফলাফল বিকেএসপি’র ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
সুবিধাদিঃ
১. আধুনিক ও বিজ্ঞান ভিত্তিক প্রশিক্ষনের ব্যবস্থা।
২. যোগ্যতা অনুযায়ী দেশের বিভিন্ন ক্লাব এবং জাতীয় ও আন্তজার্তিক পর্যায়ে খেলার সুযোগ।
৩. কৃতি প্রশিক্ষনার্থীদের টিউশন ফি মওকুফ ছাড়াও অন্যান্য বিষয়ে কৃতিত্বপূর্ন ফলাফলের জন্য উৎসাহ প্রনোদনামূলক পুরস্কারের ব্যবস্থা।
৪. শিক্ষা বোর্ডের সিলেবাস অনুযায়ী সাধারন শিক্ষা, সম্পূর্ন আবাসিক পরিবেশে সুশৃঙ্খল জীবন যাপন, পুষ্টিকর খাবার ও নৈতিক শিক্ষার সু-ব্যবস্থা।
বিঃদ্রঃ ভর্তিকৃত প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ কার্যক্রম বিকেএসপির ঢাকা কেন্দ্রসহ অন্যান্য আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রসমূহে (দিনাজপুর, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট) পরিচালিত হবে।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ভর্তি বিজ্ঞপ্তি ২০২২
অনলাইনে ভর্তি ফরম পূরণ করতে ভিজিট করুন: www.bksp.gov.bd
যোগাযোগের জন্যঃ ৭৭৮৯২১৫, ৭৭৮৯২১৬, ০১৭০৯৩৩০০৭০
ইমেইল-bksp1983@yahoo.com
Leave a Reply