নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এ মহান বিজয় দিবস- ২০২১ উদযাপন

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে গত বৃহস্পতিবার মহান বিজয় দিবস-২০২১ উদযাপন উপলক্ষ্যে “বাংলাদেশের স্বাধীনতা এবং সূবর্ণ জয়ন্তীতে আমাদের অর্জন” শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন এর সভাপতিত্বে উক্ত ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্ট এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ। এতে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. নজরুল ইসলাম ও বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র, এনইউবি’র নির্বাহী পরিচালক প্রফেসর ড. আনোয়ারুল করীম।

অুনষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর রেজিস্ট্রার কমডোর এম মুনিরুল ইসলাম, (অব:), বিএন। এছাড়াও বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীরা উক্ত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ বলেন, ১৬ ডিসেম্বর বাঙালী জাতির জীবনে সবচেয়ে আনন্দঘন দিন। ত্রিশ লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বিজয়ের ৫০ বছর পূর্ণ হল। মুক্তির জয়গানে মুখর কৃতজ্ঞ বাঙালি শ্রদ্ধাবনত চিত্তে আজ স্মরণ করছে জাতির শ্রেষ্ঠ সন্তান অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের। দীর্ঘ নয় মাসের এক রক্তক্ষয়ী সংগ্রামের ভেতর দিয়ে, বহু ত্যাগ-তিতীক্ষা আর শহীদদের অমূল্য জীবনের বিনিময়ে অর্জিত এ বিজয়।

ভার্চুয়াল এ আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক-কর্মকর্তাগণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *