ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ০৯ নভেম্বর সোমবার দুপুর দেড়টার দিকে প্রকাশিত এ ফলে দেখা যায়
এতে পাস করেছেন নয় দশমিক ৯৪ শতাংশ (সম্মিলিত) শিক্ষার্থী। সম্মিলিতভাবে পাস করেছেন ছয় হাজার ১শ ৭১ জন। শতকরা হারে যা অংশ নেওয়া পরীক্ষার্থীর নয় দশমিক ৯৪ ভাগ। এ ইউনিটে আসন রয়েছে এক হাজার ৪শ ৬৫টি।
মোবাইলে এসএমএস এর মাধ্যমে ফলাফল দেখার পদ্ধতিঃ যেকোনো মোবাইল অপারেটর থেকে DU স্পেস দিয়ে GHA স্পেস দিয়ে রোল নম্বর টাইপ করে ১৬৩২১ নম্বরে সেন্ড করলে ফিরতি এসএমএস-এ ফলাফল জানতে পারবেন।
অনলাইনে ফলাফল দেখতে নিচে আপনার উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে লগইন করুনঃ
ফলাফল দেখতে সমস্যা হলে সরাসরি আপনার ব্রাউজারে এই (admission.eis.du.ac.bd) ঠিকানা লিখে ভিজিট করুন।
‘ঘ’ ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা ছিলো ৯০ হাজার ১শ ৩১ জন। কিন্তু পরীক্ষায় অংশ নেন ৬২ হাজার ৭৮ জন। অনুপস্থিত ছিলেন ২৮ হাজার ৫৩ জন শিক্ষার্থী।
০৬ নভেম্বর, শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাবি ক্যাম্পাস ও বাইরের মোট ৮৭টি কেন্দ্র এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ১১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চয়েজ ফরম পুরণ করতে বলা হয়েছে।
এছাড়া যারা বিভিন্ন কোটায় আবেদন করেছেন তাদেরকে ১০ থেকে ১৭ নভেম্বরের মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিসে নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে।
Leave a Reply