জবিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ কমিটি ঘোষণা ।

জাহিদুল ইসলাম, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ সমিতির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী  নাজমুল হাসানকে আহবায়ক করে ১৯ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়। পূর্ণাঙ্গ কমিটি গঠনের পূর্বপর্যন্ত এই কমিটিই সমিতির সার্বিক কার্যক্রম পরিচালনা করবে ।

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কাঠালতলায় এক সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল শিক্ষার্থীদের সহমতের ভিত্তিতে, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মমিন হোসেন নবগঠিত এ আহবায়ক কমিটি ঘোষণা করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের  একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সিনিয়র সহযোগী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম  সহ জেলার সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে মমিন হোসেন বলেন, আগামী ৩ মাস পরে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এই তিনমাসের মধ্যে আহবায়ক কমিটি সম্মেলননের তারিখ নির্ধারণ করবেন।

নবনির্বাচিত আহবায়ক নাজমুল হাসান গণমাধ্যমকে বলেন, ‘দীর্ঘ দিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ সমিতি জেলার সকল শিক্ষার্থীদের প্রত্যাশা ছিল। এখন তা বাস্তবে রুপ নিতে চলেছে। আশা করছি এই তিনমাসের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার সকল ছাত্রদের সংগঠিত করে একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দিতে পারবো’।

সকল মতাদর্শের উর্ধ্বে এসে সম্মিলিত শক্তিতেই ঐ জেলার ছাত্রকল্যান সমিতি গঠিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ রুবেল, মোঃ রাসেল, আবুল হাসনাত রানা, মাসুদ চৌধুরী রবিন, জাহিদুল ইসলাম,কামরুল হাসান,  সহ সর্ব মোট ১৯ সদস্যরে এ কমিটি করা হয়।   12189805_1638926829691482_7116055371741636235_n





Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*