খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তির আবেদন ১০ই সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৯ই অক্টোবর ২০১৭ তারিখে শেষ হয়েছে।
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ই নভেম্বর। এবার ৬টি স্কুল এবং ১টি ইনস্টিটিউটকে তিনটি ইউনিটে ভাগ করে একইদিনে তিন পর্যায়ে ভর্তি পরীক্ষা নেয়া হবে।
এবার ২৮টি বিভাগে মোট ১১৯৯ টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। পরীক্ষার সময় মোবাইল ফোনসহ অন্যান্য যোগাযোগ ডিভাইস সংগে আনা যাবে না।
এছাড়া ভর্তি পরীক্ষার আবেদন ফরম পূরণ সংক্রান্ত যে কোন সমস্যায় ০১৭০৩৬১১১০৯, ০১৭১২৩৫৯৬০৮ এবং ০১৫৫৬৩২৭৪০৬ মোবাইল নং এ অফিস চলাকালীন (সকাল ৯:০০টা থেকে বিকাল ৫:০০টা পর্যন্ত) সময়ে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছিলো।
আবেদনকারীর সংখ্যাঃ খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের প্রতি আসনের বিপরীতে লড়বেন ২৪ জন পরীক্ষার্থী। ভর্তির জন্য এবার ৬টি স্কুল ও ১টি ইনস্টিটিউটের আওতায় ২৮টি ডিসিপ্লিনে মোট ১২০৪টি আসনের বিপরীতে ২৯১৪০ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। বিভিন্ন ইউনিটের আবেদনকারীর সংখ্যা নিচে তুলে দেওয়া হলোঃ
‘এ’ ইউনিটে (বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং জীব বিজ্ঞান স্কুল) মোট আবেদন জমা পড়েছে ১৪৮০৭টি, ‘বি’ ইউনিটে (কলা ও মানবিক স্কুল, আইন স্কুল এবং চারুকলা ইনস্টিটিউট) মোট আবেদন জমা পড়েছে ৭৯৪৮টি এবং ‘সি’ ইউনিটে (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল এবং সমাজ বিজ্ঞান স্কুল) মোট আবেদন জমা পড়েছে ৬৩৮৫টি।
ভর্তির আবেদনের শর্তপূরণ করলে এবার সব আবেদনকারী ভর্তিচ্ছু শিক্ষার্থীই ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে।
ভর্তি পরীক্ষার সময়সূচীঃ ১১ই নভেম্বর (শনিবার) সকাল ৮ টা ৩০ মিনিট থেকে ১০ টা পর্যন্ত ‘এ’ ইউনিটের অধীন বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং জীব বিজ্ঞান স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
দুপুর ১২ টা থেকে ১ টা ৩০ মিনিট পর্যন্ত ‘সি’ ইউনিটের অধীন ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল এবং সমাজ বিজ্ঞান স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিকেল ৩ টা থেকে ৪ টা ৩০ মিনিট পর্যন্ত ‘বি’ ইউনিটের অধীন কলা ও মানবিক স্কুল, আইন স্কুল এবং চারুকলা ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আসন সংখ্যাঃ এবার ২৮টি বিভাগে মোট ১১৯৯ টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
আবেদনের যোগ্যতাঃ খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০১৭-২০১৮ এর আবেদনের যোগ্যতা নিচে তুলে দেওয়া হলোঃ
Unit | Schools | Disciplines | Min SSC Pass Year | Min HSC Pass Year | Min SSC GPA | Min HSC GPA | Min Total GPA | HSC Subject Wise GPA |
|
|
2013 | 2016 | 4 | 4.5 | 9 |
|
|
|
2013 | 2016 | 4 | 4 | 9 |
|
|
|
2013 | 2016 | 4 | 4 | 9 |
|
বিঃ দ্রঃ GCE O-Level এবং A-Level এ উত্তীর্ণ প্রার্থীদের সংশ্লিষ্ট স্কুল কর্তৃক নির্ধারিত যোগ্যতা অর্জন সাপেক্ষে স্বহস্তে আবেদন করতে হবে।
খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি
ভর্তির বিজ্ঞপ্তি টি PDF আকারে ডাউনলোড করুন এখান থেকে
খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য পরীক্ষার্থীদের তালিকা
খুবির ভর্তি পরীক্ষায় প্রতি আসনের জন্য লড়বেন ২২ ভর্তিচ্ছু
খুবি ভর্তি পরীক্ষার ফলাফলঃ খুলনা বিশ্ববিদ্যালয় এর ২০১৭-১৮ শিক্ষাবর্ষে বিভিন্ন স্কুল এর ভর্তি পরীক্ষার ফলাফল পাবেন নিচের লিঙ্ক গুলোতেঃ
খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত যেকোন আপডেট বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.ku.ac.bd এবং kuadmission.online) এর পাশাপাশি লেখাপড়া বিডির ভর্তি তথ্য বিভাগ থেকেও পাওয়া যাবে।
সংশ্লিষ্ট স্কুলের ডিন অফিস ও ইনস্টিটিউটের পরিচালকের অফিস এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের একাডেমিক শাখায় যোগাযোগ করেও বিস্তারিত তথ্য জানা যাবে।
Leave a Reply