সবাই কেমন আছেন? আশা করি ভালই আছেন?
থাকবেনই তো, তাই না? মনের মাঝে যদি বসন্ত বাতাস বারবার বয়, কেউ কি ভাল না থেকে পারে?
হ্যাঁ, আমি জয়। ছদ্মনামঃ মনের কথা।
যদিও আজ পর্যন্ত কারও মন জয় করতে পারি নি, চেষ্টা অব্যাহত ছিল বারবার, তবুও পাই নি। কেন না, আমাকে কেউ বুঝতেই চাই নি।
হয়তো বা তার অন্য কেউ ছিল, কিংবা, তার যোগ্য ছিলাম না আমি।
হতেও পারে আরও না জানা অনেক কথা। হয়তো কিছু টা আচ করতে পেরেছি, তাদের কাছ থেকে নিজেই দুরে সরে গেছি।
ভদ্রতার মুখোশ পরে, সে সমাজ দিন দুপুরে মানুষ মারে, রাত মনে করে, সে সমাজ বড়ই নিষ্ঠুর, বই কি?
আমি সে সমাজের কেউ না, হতে পারে আমি সেই সমাজের ধ্বংসাত্বক কোন রুপ, যে বারবার আগ্নেয়গিরীর ন্যায় জেগে উঠতে চেয়েছিল, কিন্তু পারে নি। আমি পারি নি, তাই বলে কি আমার ব্যার্থতার শেষ?
ব্যার্থতার মাঝেই যে সাফলতা থাকে তা কি জানেন না?
হ্যাঁ, আমি আজ কবি হয়েছি, তাতে কারও ঘর ভাঙেনি, কারও বা ভাঙা ঘর ভবনের রুপ নেয় নি।
এরকম হাজারও কথা মনের মাঝে আছে, যার একটা গুলির আঘাতে আপনি হতেই পারের মর্মাহত। কিন্তু আমি তো আঘাত করতে চাই না, মনের ভালবাসার জোয়ারে ভাসাতেও চাই না।
আমি শিখেছি অনেক কিছু, সেটা কোন বই পড়ে নয়, বই পড়ে যা শিখেছি, সে শেখের এখনো সমাপ্ত ঘটেনি। আশা রাখি সমাপ্ত হবেও না, কেন না শেখার শেষ নেই।
আমি আজ যে কথা গুলো বললাম, সবই রুপকভাবে, হ্যাঁ, আমি কিছু শিখেছি বাস্তব অভিজ্ঞতা থেকে। কিন্তু ইতিহাস থেকে আপনি অনেক কিছু শিখতে পারেন, কেন না আমি যা শিখেছি, হতে পারে সেটা কোনদিন, ইতিহাস।
হ্যাঁ, ইতিহাস থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তাই আপনাদের জন্য নিয়ে এলাম কয়েকটি ইতিহাস বই। যা, আপনার বিবেক কে জাগাবে, জাগাবে আপনার মনের ভিতরের জীর্ণ মানুষ টাকেও।
ইতিহাস যা শেখায়, তা অনুসরন করাই শ্রেয়। যদি মনে করেন, না আমার দরকার নেই। আমি বলব, আপনি এই ভদ্র সমাজের মাঝে লুকিয়ে থাকা, আরেক মীর জাফর, আরেক কালসাপ, যারা বাংলার বুক থেকে সোনালি ফসল বারবার হায়েনার মত লুটিয়ে নিয়েছে।
আর কথা বারাবো না, অন্য কোনদিন অন্যকিছু নিয়ে বলব। যেদিন ফুটবে না কোন ফুল, আসবে না বসন্ত, ফুল ফুটে ঝোরে যাবে, কালবৈশাখির ঝড়ে।
আসব আমি কালবৈশাখি হয়ে।
আজকের মত এখানেই বিদায়। পরিশেষে বলি, কথা গুলো পড়ে কেউ কষ্ট পেলে ক্ষমার চোখে দেখবেন।
-মনের কথা
(কবি, লেখক, গীতিকার, বিশিষ্ট চিন্তাবিদ, দার্শনিক)
বই গুলোর সরাসরি ডাউনলিঙ্কঃ
১। বাংলার ইতিহাস
২। প্রাচীন ভারতীয় সভ্যতার ইতিহাস
৪। রোমীয় দেশের ইতিহাস ১ম খন্ড
৫। রোমীয় দেশের ইতিহাস ২য় খন্ড
এর আগে পোস্ট টা এখানে প্রকাশ হয়েছিলঃ http://bit.ly/1Hlw5nP
ধন্যবাদ সবাইকে। ভাল থাকবেন।
Leave a Reply