৩১ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগকে অনুমোদন

৩১টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিগ্রিধারীদের নিবন্ধনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল। একইসঙ্গে সমস্যা থাকায় সাতটি বিশ্ববিদ্যালয়ের ১১টি শাখার বিষয়ে আগামী ১৫ সেপ্টেম্বর শুনানি হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ৭ সেপ্টেম্বর বার কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। bangladesh-Bar-Council

৩১টি বিশ্ববিদ্যালয় হচ্ছে- আশা ইউনিভার্সিটি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, সিটি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্য্যালয়, ঢাকা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, ইস্টার্ন ইউনিভার্সিটি, গণবিশ্ববিদ্যালয়, গ্রিন ইউনিভার্সিটি, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়-চট্টগ্রাম, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়, লিডিং ইউনিভার্সিটি-সিলেট, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, মানারত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, প্রাইময়েশিয়া ইউনিভার্সিটি, প্রিমিয়ার ইউনিভার্সিটি, সিলেট আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, সাউর্দান ইউনিভার্সিটি, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, দ্যা মিলেনিয়াম ইউনিভার্সিটি, দ্যা পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউনিভার্সিটি অব ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, উত্তরা বিশ্ববিদ্যালয়, ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয়, জেড এইচ শিকদার ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।

এছাড়া যে সাতটি বিশ্ববিদ্যালয়ের ১১টি শাখার বিষয়ে শুনানি হবে সেগুলো হলো- দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডি, উত্তরা, মিরপুর-১০ ও আশুলিয়া শাখা, অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির বনানী শাখা, প্রাইম বিশ্ববিদ্যালয়ের মিরপুর-১ ও উত্তরা শাখা, ইবাইস বিশ্ববিদ্যালয়ের উত্তরা শাখা, নর্দান বিশ্ববিদ্যালয়ের বনানী শাখা, আমেরিকা বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের ফার্মগেট শাখা, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের চট্টগ্রাম শাখা।

বার কাউন্সিলের বিজ্ঞপ্তি অনুসারে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ২০১২, ২০১৩ এবং ২০১৪ সালে আইন বিভাগে স্নাতকে ডিগ্রি অর্জনকারী সর্বমোট ১২ হাজার ৮৬৪ জন শিক্ষার্থীর নামের তালিকা বাংলাদেশ বার কাউন্সিলে দাখিলের পর লিগ্যাল এডুকেশন কমিটির মিটিংয়ে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

চলতি বছর আইনজীবী হিসেবে অন্তর্ভূক্তির পরীক্ষায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অংশগ্রহণের জন্য নিবন্ধন ফরম দেয়নি বার কাউন্সিল।





About লেখাপড়া বিডি ডেস্ক 1515 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*