অনলাইন ভর্তি আবেদন এমন আধুনিকতার গজব থেকে মুক্তি পেতে সরকারের হস্তক্ষেপ কামনা করলো শিক্ষার্থীরা

By Runa khan

Updated on:

Advertisements

একাদশ শ্রেনীতে নতুন নিয়মে বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। একদিকে কলেজে ভর্তি নিয়ে উদ্বিগ্ন কিছু শিক্ষার্থী, অন্যদিকে চরম বিপাকে পড়েছে পলিটেকনিকে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা। আজ বিকাল ৫.০০ সময় অনলাইনে আবেদনের প্রথম শিফট এর  অপেক্ষমান তালিকা প্রকাশ করার কথা থাকলেও আরেক দফায় পেছালো সেটা। কিন্তু অপেক্ষমান তালিকায় থাকা শিক্ষাথীরা কি ভর্তি হতে পারবে নাকি তাদের জীবনে নেমে আসবে চরম দূর্ভোগ।Inter Admission

কারন আগামী ৯-১০ তারিখ পর্যন্ত যারা কলেজে ভর্তি আবেদন করতে পারে নাই এবং আবেদন করেও ভর্তি
হতে পারে নাই তাদের (রিলিজ স্লিপ) আবেদনের শেষ তারিখ।

কিন্তু পলিটেকনিক এ অপেক্ষমান তালিকা পূনঃরায় পিছিয়ে ১৫/০৭/২০১৫ ইং করায় বিপাকে হাজারো শিক্ষার্থী। এদিকে ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকগন। তারা এমন সব কিছুর জন্য সরকারকে দায়ী করছে, এবং বলছে যেটা পারে না সেটা করার কি দরকার? একে একে ভর্তি ফলাফল পিছাচ্ছে,অন্যদিকে ভর্তির সময় কমিয়ে শিক্ষার্থীদের হতাশায় ফেলছে।

তাই এবার ক্ষুব্ধ শিক্ষার্থীরা সরকারের হস্তক্ষেপ চাইলেন। অনলাইনে ভর্তি আবেদন এমন আধুনিকতার গজব থেকে মুক্তি চায় হাজরো কুল হারা শিক্ষার্থী ও অভিভাবকরা।

Leave a Comment