পবিত্র মাহে রমজান ও ঈদ উল ফিতর উপলক্ষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছুটি ঘোষণা করা হয়েছে। ১৩ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত বেরোবিতে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
০৮ জুলাই বুধবার বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘোষণা দিয়েছে বলে জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের কর্মকর্তা মোহাম্মদ আলী এ তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান, ১৩ জুলাই থেকে ২৬ জুলাই একাডেমিক ছুটি ঘোষণা করা হয়েছে। তবে প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে ১৪ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত।
নির্ধারিত ছুটি শেষে ২৪ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম এবং ২৭ জুলাই থেকে যথারীতি ক্লাস ও পরীক্ষা শুরু হবে।
Leave a Reply