শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি ১২ জুলাই থেকে ২৬ জুলাই

শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পবিত্র শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি শুরু হবে আগামী রোববার (১২ জুলাই) থেকে।SUST

বুধবার (০৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রোববার থেকে শুরু হওয়া ছুটি শেষ হবে আগামী ২৩ জুলাই। এ সময় বিশ্ববিদ্যালয়ের সব দাফতরিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। তবে ২৪ ও ২৫ জুলাই সাপ্তাহিক ছুটি থাকায় ২৬ জুলাই (রোববার) থেকে আবারও বিশ্ববিদ্যালয়ের দাফতরিক ও একাডেমিক কার্যক্রম শুরু হবে।

এদিকে, আগামীকাল বৃহস্পতিবারের (০৯ জুলাই) পর সাপ্তাহিক ছুটি শুরু হওয়ায় ইতোমধ্যে শিক্ষার্থীরা বাড়ি ফিরতে শুরু করেছে, ফলে ক্যাম্পাস ও আবাসিক হলগুলো ফাঁকা হয়ে পড়েছে।





About লেখাপড়া বিডি ডেস্ক 1524 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*