সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইয়ে ১৯তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু হয়েছে। ৮০টি দেশের প্রতিযোগি এ প্রতিযোগিতায় অংশ নিয়েছে। শেষ হয়েছে প্রতিযোগিতার প্রথম পর্ব। দ্বিতীয় পর্বের লড়াইয়ে টিকে আছে ৪৫ জন প্রতিযোগি। তাদের একজন বাংলাদেশের প্রতিযোগি ১২ বছরের হাফেজ যাকারিয়া।
প্রতিযোগিতার প্রথম পর্বে বাংলাদেশী প্রতিনিধি মুহাম্মদ যাকারিয়া তার সুললিত কণ্ঠ এবং সুস্পষ্ট কোরআন তেলাওয়াতের মাধ্যমে উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করেছেন। তার কোরআন তেলাওয়াতের সময় দর্শকমণ্ডলীরা তাকে সব থেকে বেশি অনুপ্রেরণা দিয়েছে এবং উৎসাহিত করেছে।
হাফেজ যাকারিয়ার পিতা ঢাকার একটি মসজিদের ইমাম। যাকারিয়া তিনি ৭ বছর বয়স থেকে পবিত্র কোরআনে কারিম হেফজ করা শুরু করেন। জাকারিয়া এর আগে মিশর, জর্ডান এবং কাতারসহ বেশ কয়েকটি দেশে অনুষ্ঠিত কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মিশরে প্রথম, জর্ডানে তৃতীয় এবং কাতারে চতুর্থ স্থানের অধিকারী হন।
উল্লেখ্য, দুবাইয়ের এই কোরআন প্রতিযোগিতা প্রতি বছর পবিত্র রমজান মাসে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা ২৪ রমজান পর্যন্ত চলবে।
সূত্রঃ বাংলানিউজ
Leave a Reply