![শিক্ষামন্ত্রী](https://lekhaporabd.net/wp-content/uploads/2015/01/শিক্ষামন্ত্রী.jpg)
শিক্ষামন্ত্রীশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে যা ঘঠেছে তা সবাই দেখেছে। তবে আমি বলতে চাই, কোনো শিক্ষার্থীই ভর্তির বাইরে থাকবে না। সবার সমস্যার সমাধান করা হবে।
০১ জুলাই, বুধবার দুপুরে পাঠ্যপুস্তক ভবনে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্যে নতুন বইয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছর থেকে ছিটমহলের শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করা হবে। সেই সঙ্গে ছিটমহলগুলোতে স্কুল খোলার বিষয়ে সরকার উদ্যোগ নেবে।
অনুষ্ঠানে বাংলা সাহিত্য পাঠ, বাংলা সহপাঠ-এ দু’টি বইয়ের পরিমার্জিত সংস্করণ এবং ইংলিশ ফর টুডের নতুন সংস্করণ উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।
এসময়ে পাঠ্যপুস্তক প্রকাশনীর সঙ্গে জড়িত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply