আজ ১জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) দিবস। “উচ্চশিক্ষা ও টেকসই উন্নয়ন” শীর্ষক প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনে পালিত হচ্ছে ঢাবির ৯৪তম প্রতিষ্ঠাবার্ষিক দিবস। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এদিকে দিবসটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এক শুভেচ্ছা বাণী দিয়েছেন। একইসাথে তিনি সংশ্লিষ্ট সবাইকে বিশ্ববিদ্যালয় দিবসের সব অনুষ্ঠানে অংশগ্রহণের আহবান জানিয়েছেন।
ঢাবি দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. গওহর রিজভী।
কর্মসূচি: কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় প্রশাসনিক ভবন সংলগ্ন মলে সমবেত হয়ে বিশ্ববিদ্যালয় ও হলসমূহের পতাকা উত্তোলন। সকাল ১০টা ১৫ মিনিটে শোভাযাত্রা। শোভাযাত্রাটি ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
এছাড়া সকাল ১১টায় টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। ঢাবি ভিসি প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে সভায় “উচ্চশিক্ষা ও টেকসই উন্নয়ন” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম খান।
ঢাবি’র প্রো-ভিসি (শিক্ষা) প্রফেসর ড. নাসরীন আহমাদ, প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. সহিদ আকতার হুসাইন ও ট্রেজারার প্রফেসর ড. মো. কামাল উদ্দীন আলোচনায় অংশ নেবেন।
ঢাবি’র সাবেক ভিসি, প্রো-ভিসি, এমিরিটাস প্রফেসরবৃন্দ এবং শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সমিতির প্রতিনিধিবৃন্দ ঢাবি দিবস উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য দেবেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৯৪ বছর উদ্যাপন কমিটির সদস্য-সচিব সৈয়দ রেজাউর রহমান অনুষ্ঠান পরিচালনা করবেন।
ঢাবি’র সব অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট ও হল দিবস উপলক্ষে দিনব্যাপী নিজস্ব কর্মসূচি গ্রহণ করেছে।
এর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ‘দুর্লভ পাণ্ডলিপি প্রদর্শনী’। কার্জন হল ভবনের দক্ষিণ-পূর্ব বারান্দায় সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত বায়োমেডিকেল ফিজিক্স এন্ড টেকনোলজি বিভাগের উদ্ভাবিত চিকিৎসা প্রযুক্তির যন্ত্রপাতি, গবেষণার প্রদর্শনী।
চারুকলা অনুষদে সকাল ১১টায় শুরু হবে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা। চারুকলা অনুষদ গ্যালারিতে বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত চলবে শিক্ষার্থীদের সৃজনশীল শিল্পকর্মের প্রদর্শনী চলবে।
এছাড়াও, থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের আয়োজনে বিকাল ৪টায় নাট-ম-ল মিলনায়তনে বিশেষ বক্তৃতা ও বিকাল সাড়ে ৪টায় বাংলা নাটক “স্বদেশী নকশা” প্রদর্শন করা হবে।
বিশেষ বক্তৃতা দেবেন ঢাবি ট্রেজারাব প্রফেসর ড. মো. কামাল উদ্দীন এবং কলা অনুষদের ডিন প্রফেসর ড. মো. আখতারুজ্জামান।
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে হল, বিভাগ ও অন্যান্য অফিস যথারীতি খোলা থাকবে সংশ্লিষ্ট সূত্রে বলে জানা গেছে।
Leave a Reply