স্টার জলসা’র কু-প্রভাবে ধ্বংসের পথে বাংলাদেশের কাঠামগত সমাজ ও সংস্কৃতি,গুপ্তাচরে সাফল্য অর্জনের পথে ভারত

ব্লগে লেখা প্রথমে শখের থাকলেও দিনে দিনে সেটা নেশায় পরিনত হয়েছে। দীর্ঘ দিন থেকে ভাবছি কিভাবে বর্তমান প্রেক্ষাপট নিয়ে সমাজের একটি অবক্ষয় নিয়ে লেখা যায়,যাক সম্প্রতি খবরের পাতায় দেখলাম নোয়াখালী রামগঞ্জে স্টার জলসার সিরিয়াল কিরণ মালার জামা না পেয়ে ১২ বছরের এক কিশোরীর আত্মহত্যা। খুবই বেদনা দায়ক,কে জানতো বিনোদনের জন্য আনা ডিস লাইন বয়ে আনবে সংসারে অশান্তি।star-jalsha

যাই হোক স্টার জলসার প্রভাবে আইনজীবি থেকে শুরু করে সমাজে এমন কোন স্তর নেই যেখানে হানা দিতে পারে নি।খবরে বেশ কয়েক বার এর আলোড়ন সৃষ্টি হয়েছে,হাই-কোর্ট পর্যন্ত পৌঁছেছে এর কু-প্রভাবের নালিশ। কিন্তু বন্ধ হচ্ছে না কেন?

এখন মন্ত্রীর কাছে আমার প্রশ্ন বাংলাদেশের দীগন্ত,ইসলামিক টেলিভিশন আপনারা কেন বন্ধ করেছেন? তখন বলা হয়েছে দীগন্ত, ইসলামিক চ্যানেল গুলো ভূল খবর প্রচার করে বিভ্রান্তি চড়ায়। যাক যাই হোক তাদের বিভ্রান্তিতে কেহ আত্মহত্যা করে নি। আত্মহত্যা করেছে স্টার জলসার সিরিয়ালের কারনে,কিন্তু সেটা বন্ধ করতে ভয় হয়।

এবার আসি সরকার অর্থাৎ নাগরিক প্রতিনিধি যিনি সকল নাগরিকের দায়িত্ব নিয়ে সমাজ ও দেশ পরিচালনা করেন। আপনি খবরের কাগজ পড়েন না? মানুষের হাহাকার দেখেন না? কিভাবে সন্তান আর সংসার ভেঙ্গে বিপাকে পড়ছে পরিবার গুলো। বেশতো সমাজ আর দেশ দেশের মানুষ গুলো নিয়ে বড় বড় ভাষন দেন। কিন্তু কারো পকেটে টাকা আর কারো ক্ষমতা টিকিয়ে রাখতে অকালে হারাচ্ছে হাজারো প্রাণ।

♥আশা করি আমার লেখা নেতিবাচক মনে করে ক্ষমা করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। বিস্তারিত না পড়লে লেখার মূল কথা বুঝতে পারবেন না।®





About Runa khan 7 Articles
জীবনটা খুবই সাদামাটা,সব সময় নতুন কিছু খোজার চেষ্টা।এ জন্য সংবাদ কর্মী হয়ে কাজ করতে মজা পাই।কাজও করছি কয়েকটি পত্রিকায়।জীবনের সব চেয়ে বড় হলো আমার ভালো, মন্দ,সূখ ও দুঃখের অংশিদার আমার চাচি।সব সময় আমাকে জিবন চালনে উৎসাহ দেয়। ....I Love you aunty....

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*