ফরমালিনে ক্যানসার নয়, ক্যানসার আমাদের ঈমানে…

By Runa khan

Updated on:

Advertisements

ফরমালিনে ক্যানসার নয়, ক্যানসার আমাদের বিশ্বাসে ঈমানে। আমরা মুসলমান আজ মুসলমানের দুষমন। আর আমাদের মুসলমানদের ব্যবহার করে আবার মুসলমানদেরই ক্ষতি সাধন করছে কাফেররা। এসব দেখে শুনে চলা আমার আপনার ইমানী দায়িত্ব। এবার মূল কথায় যাওয়া যাক…formalin

আজ অনেক দিন পর আবার একটা ব্লগ লিখতে বসলাম,সত্যি বলতে লেখার সময় হয় না। না লিখতে ঘুম হয়না কারণ এটা আমার নেশা।

ক্যানসার আমাদের ঈমানে বলার কারণ গত কিছু দিন আগে বাজারে গেলাম আম কিনতে দেখলাম একজন ক্রেতা ও বিক্রেতার মাঝে খুবই কশা কশি হচ্ছে ফরমালিন নিয়ে। দোকানদার বলছে বিশ্বাস করেন ভাই আমে কোন ফরমালিন নাই, ক্রেতা বললো আছে না আম নিবো না। কিন্তু লোকটির হাতে দেখলাম একটা সিগারেট। ধরে বসলাম বললাম ভাই আপনার হাতে যেটা সেটা কিন্তু ফরমালিন মুক্ত তবে ক্যানসারের প্রধান কারন। কিন্তু লোকটা আমার প্রশ্নের জবাব না দিয়েই চলে গেলো। লোকের কথা বাদ দিয়ে দেশের আইনের কথা বলি ফরমালিন মুক্ত করতে যেভাবে আইন করা হচ্ছে কারন দেখানো হচ্ছে ক্যানসারের কারণ। সেই হারে সিগারেটের উপর আইন করলে মনে হয় সমাজে কিছুটা হলেও ভদ্রতা ফিরে আসবে।

আশা করি আমার লেখাটি নীতিবাচক হিসেবে দেখবেন,আর ভালো মনে করে শেয়ার করে সমাজ উন্নয়নে সাথে থাকবেন।

Leave a Comment