ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে আগামী ১১ থেকে ১৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৮-১৯ ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য এই পোস্টে আলোচনা করা হলোঃ
গুরুত্বপূর্ণ তারিখ ও সময়
আবেদন শুরু : বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে
আবেদনের শেষ তারিখ : ০৫ নভেম্বর ২০১৮
ভর্তি পরীক্ষার সময়সূচী
ইউনিট | তারিখ | বার |
AL | ১১/১১/২০১৮ | রবিবার |
AP | ১২/১১/২০১৮ | সোমবার |
B | ১৩/১১/২০১৮ | মঙ্গলবার |
C | ১৪/১১/২০১৮ | বুধবার |
D | ১৫/১১/২০১৮ | বৃহস্পতিবার |
ইউনিট পরিচিতি ও আসন সংখ্যা
ইউনিটের নাম | ইউনিটভুক্ত বিভাগের নাম ও আসন সংখ্যা | মোট আসন সংখ্যা |
AL | (১) বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ-৫৫
(২) ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগ-৫০ (৩) দর্শন বিভাগ-৫০ |
১৫৫
|
AP | (১) সংগীত বিভাগ-৫৫
(২) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ-৩০ (৩) চারুকলা বিভাগ-৪০ (৪) ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ-২৫ |
১৫০ |
B | (১) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ (সিএসই)-৪০
(২) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ (ইইই)-৪০ (৩) এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ (ইএসই)-৫০ (৪) পরিসংখ্যান বিভাগ-৪০ |
১৬০
|
C | (১) হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ-৫০
(২) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ-৫০ (৩) হিউম্যান রিসোর্স ম্যানেজম্যান্ট বিভাগ-৫০ (৪) ব্যবস্থাপনা বিভাগ-৫০ |
২০০ |
D | (১) অর্থনীতি বিভাগ-৫৫
(২) লোক প্রশাসন ও সরকার পরিচালন বিদ্যা বিভাগ-৫৫ (৩) আইন ও বিচার বিভাগ- ৫৫ (৪) ফোকলোর বিভাগ-৫৫ (৫)নৃবিজ্ঞান বিভাগ-৫৫ (৬) পপুলেশন সায়েন্স বিভাগ -৫৫ (৭) স্থানীয় সরকার এবং নগর উন্নয়ন বিভাগ-৫৫ (৮)সমাজবিজ্ঞান বিভাগ-৫৫
|
৪৪০ |
মোট আসন সংখ্যা | ১১০৫ |
আবেদনের ন্যূনতম যোগ্যতা
ইউনিট নাম | এস.এস.সি/সমমান ও এইচ.এস.সি/ সমমান পরীক্ষায় চর্তুথ বিষয়সহ জিপিএ | এইচ.এস.সি/সমমান পরীক্ষার বিষয় বা বিষয়সমূহে প্রাপ্ত ন্যুনতম জিপিএ |
AL | i) মানবিক ও ব্যবসা শিক্ষা শাখার জন্য উভয় পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ৩.৫০ সহ সর্বমোট জিপিএ ৭.০০ থাকতে হবে।
ii) বিজ্ঞান, কারিগরী সহ অন্যান্য শাখার জন্য উভয় পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ৩.৫০ সহ সর্বমোট জিপিএ ৭.৫০ থাকতে হবে। |
ইংরেজিতে ভর্তির ক্ষেত্রে-
i) এস এস সি ও এইচ এস সি পরীক্ষায় ইংরেজিতে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। ii)ভর্তি পরীক্ষায় ইংরেজি ৪৫ নম্বরের মধ্যে ন্যূনতম ৫০% নম্বর পেতে হবে। |
AP | i) এস এস সি ও এইচ এস সি/ সমমান সকল শাখার জন্য সর্বনিম্ন জিপিএ ৩.০০ সহ সর্বমোট ৬.০০ থাকতে হবে।
ii) প্রি-ডিগ্রি(ফাইন-আর্টস)/আই মিউজ হতে পাশকৃতরাও আবেদন করতে পারবে। আই মিউজ/প্রি-ডিগ্রি উত্তীর্ণ শিক্ষার্থীদের এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষায় ১ম বিভাগ=৩.৫(জিপিএ), ২য় বিভাগ=২.৫ (জিপিএ) হিসাবে গণ্য করা হবে। ৩য় বিভাগ প্রাপ্তরা আবেদন করতে পারবে না। |
এ বিভাগ সমূহে লিখিত ও ব্যবহারিক পরীক্ষার সমন্বয়ে চূরান্ত মেধা তালিকা প্রণয়ন করা হবে।
|
B | i) বিজ্ঞান শাখায় উভয় পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ৩.০০ সহ সর্বমোট জিপিএ ৭.০০ থাকতে হবে।
ii) ডিপ্লোমা ডিগ্রীধারী প্রার্থীদের ক্ষেত্রে প্রত্যেকটিতে ন্যূনতম জিপিএ ২.৫ সহ সর্বমোট জিপিএ ৬.০০ থাকতে হবে (৪.০০ এর মধ্যে)। তবে ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে ২০১২ ও ২০১৩ সালে এস.এস.সি. পাশকৃত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। iii) দেশের বাহিরের ডিগ্রীধারী প্রর্থীদের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সমমান সনদ থাকতে হবে। |
ঐচ্ছিক বিষয় হিসাবে গণিত উত্তর করে ন্যূনতম ১২ নম্বর পেলে উক্ত ইউনিটের সকল বিষয়ে ভর্তির জন্য বিবেচ্য হবে। আর যদি জীববিজ্ঞান উত্তর করে তবে শুধু ইএসই বিভাগে ভর্তিও জন্য বিবেচ্য হবে।
|
C | i) উভয় পরীক্ষায় প্রত্যেকটিতে সর্বনিম্ন জিপিএ ৩.০০ থাকতে হবে।
ii) ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখা- উভয় পরীক্ষায় সর্বমোট জিপিএ ৬.৫০। iii) বিজ্ঞান, কারিগরি ও অন্যান্য শাখা- উভয় পরীক্ষায় সর্বমোট জিপিএ ৭.০০। |
C -ইউনিটের সকল বিভাগে ভর্তির ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় ইংরেজিতে ২৫ নম্বরের মধ্যে ৮ নম্বর অবশ্যই পেতে হবে। |
D | i) বিজ্ঞান শাখায় উভয় পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ৩.৫০ সহ সর্বমোট জিপিএ ৮.০০ থাকতে হবে।
ii) মানবিক শাখায় উভয় পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ৩.০০ সহ সর্বমোট জিপিএ ৭.০০ থাকতে হবে। iii) ব্যবসায় শাখায় উভয় পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ৩.২৫ সহ সর্বমোট জিপিএ ৭.৫০ থাকতে হবে। iv) কারিগরি ও অন্যান্য শাখায় উভয় পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ৩.২৫ সহ সর্বমোট জিপিএ ৭.৫০ থাকতে হবে। |
ভর্তি পরীক্ষায় ইংরেজিতে ৩০ এর মধ্যে অবশ্যই ১২ নম্বর পেতে হবে।
|
** ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর, মোবাইল ফোন, ডিজিটাল ঘড়ি বা অন্য কোন ইলেকট্রনিক্স ডিভাইস বহন সম্পূর্ন নিষিদ্ধ। |
বিভিন্ন ইউনিটের অাবেদন ফি
AL | ৬৫০/- |
AP | ৬৫০/- |
B | ৬০০/- |
C | ৬০০/- |
D | ৬০০/- |
(টেলিটকের সার্ভিস চার্জসহ)
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৮-১৯
জাককানইবি ভর্তি সার্কুলার ডাউনলোড করুন
ভর্তি বিষয়ক অফিসিয়াল ওয়েবসাইটের ঠিকানাঃ www.jkkniu.edu.bd
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল ২০১৮-১৯
উল্লেখ্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তির বিস্তারিত তথ্য লেখাপড়াবিডি.কম এর ভর্তি তথ্য বিভাগ থেকে জানা যাবে।
Leave a Reply