ইউজিসির নতুন চেয়ারম্যান আব্দুল মান্নান

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল মান্নান। A_Mannan

আগামী চার বছরের জন্য আব্দুল মান্নানকে ইউজিসির চেয়ারম্যান পদে নিয়োগ দিয়ে ৬ মে, বুধবার প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

ইউজিসির বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী মেয়াদ শেষ হচ্ছে ৭ মে, বৃহস্পতিবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ কে আজাদ চৌধুরীকে ২০১১ সালে ইউজিসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। বিদায়ী চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরীর স্থলাভিষিক্ত হচ্ছেন আব্দুল মান্নান।

অধ্যাপক আবদুল মান্নান ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৭৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে প্রভাষক পদে যোগ দেন। তার জন্ম চট্টগ্রামের হাটহাজারী এলাকায়।





About লেখাপড়া বিডি ডেস্ক 1526 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*