গত ১৩ মে বুধবার অর্থমন্ত্রীর হাতে জমা হওয়া পে কমিশনের সুপারিশ মূল্যায়ন প্রতিবেদনে এমপিওভূক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বিষয়ে কোনও খবর পাওয়া যায়নি।
সচিব কমিটির মূল্যায়ন প্রতিবেদনের কোথাও এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে কোনও কিছু উল্লেখ নেই বলে এখনও পর্যন্ত জানা গেছে। অর্থমন্ত্রী স্বংয় নতুন প্রতিষ্ঠান এমপিওভুক্তির বিরোধীতা করে আসছেন কয়েকবছর যাবত। এমপিও দেওয়ার শর্তগুলো ঢেলে সাজাতে শিক্ষা মন্ত্রণালয়কে বলে আসছেন বহুদিন ধরে।
বেসরকারি শিক্ষকদের বিগত কয়েকটি পেস্কেলে অন্তর্ভূক্ত করা হয়েছে পেস্কেল কার্যকর হওয়ার দিন থেকেই।
এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, এমপিওভূক্ত শিক্ষকদের নতুন পেস্কেলে অন্তর্ভূক্তির বিষয়টি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন শিগগিরই।
Leave a Reply