বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে পাবলিক হেলথ্ প্রোগ্রাম চালু

রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শুরু হতে যাচ্ছে মাস্টার্স ইন পাবলিক হেলথ্ প্রোগ্রাম (এমপিএইচ)। ২২ মে থেকে ক্লাস শুরু হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।vorendro

১৪ মে বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রোগ্রামটির কো-অর্ডিনেটর ডা. জাওয়াদুল হক বলেন, সবার জন্য স্বাস্থ্য- এ লক্ষ্য বাস্তবায়নের জন্য পাবলিক হেলথ্ বিষয়ে উচ্চতর পর্যায়ে পঠন-পাঠন বিশ্বব্যাপী যেমন অগ্রসর হয়েছে তেমনি আমাদের দেশেও জনপ্রিয় হয়ে উঠেছে।

তিনি আরো বলেন, এ বিষয়ে ঢাকার বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কোর্স চালু থাকলেও উত্তরাঞ্চলের কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রোগ্রমাটি চালু নেই।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমতি সাপেক্ষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সামার সেমিস্টার-২০১৫ থেকে এ প্রোগ্রামটি শুরু করতে যাচ্ছে।

সামার সেমিস্টার-২০১৫’তে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ২১ মে পর্যন্ত ফরম সংগ্রহ ও জামা দিতে পারবে। ২২ মে থেকে ক্লাস শুরু হবে। প্রোগ্রামটি ৫১ ক্রেডিটের, যা শেষ করতে শিক্ষার্থীদের চার সেমিস্টার লাগবে। প্রোগ্রামটির আসন সংখ্যা ৪০টি।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর সাইদুর রহমান খান, উপ উপাচার্য প্রফেসর নুরুল হোসেন চৌধুরী প্রমুখ।

সামার সেমিস্টার ২০১৫ তে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ২১ মে পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা দিতে পারবে। ক্লাস শুরু হবে ২২ মে, ২০১৫। প্রোগ্রামটি ৫১ ক্রেডিটের, যা সম্পন্ন করতে শিক্ষার্থীদের চার সেমিস্টার লাগবে। আসন সংখ্যা ৪০ টি।

উল্লেখ্য, ২০১২ সালে ২৭ সেপ্টেম্বর মাত্র ৮৭ জন শিক্ষার্থী নিয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। বর্তমানে এর শিক্ষার্থী সংখ্যা প্রায় ২৮০০।

তথ্যসূত্রঃ বাংলানিউজ





About লেখাপড়া বিডি ডেস্ক 1526 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*