প্রমোশনের দাবিতে ১২ই মে জাতীয় বিশ্ববিদ্যালয় ঘেরাও কর্মসূচী

জাতীয় বিশ্ববিদ্যালয় । আমাদের দেশের গরীব, ধ্বনী, মেধাবী, সর্বহারা ইত্যাদি শ্রেণীর অনার্স করার শেষ অবলম্বন । ছাত্ররা এই সর্বশেষ অবলম্বনটুকুও হারিয়ে ফেলে কখনো নিজের দোষে, কখনো পরিবারের দোষে, আবার কখনো ভার্সিটির বিশৃঙ্খল নিয়মের যাতাকলে পিষ্ট হয়ে । কেন বিশৃঙ্খল বললাম? নিচের বাস্তব কাহিনী থেকেই তা তুলে ধরছি । সময় সল্পতার কারনে খুবই সংক্ষেপে লিখলাম ।
National University

» তমাল (ছন্দনাম) গরীব পরিবারের একছেলে । অনার্স ১ম বর্ষে ভর্তি হলো ২০১১-১২ সেশনে । তার বাবা থাকা সত্তেও লেখাপড়ার খরচ বহনে কেউ নাই । ওর বাবার আচরনে মেসে ফিরে এসে অনেকদিন তাকে কাঁদতে দেখেছি । নিজের হাত খরছ, মেস বিল ও খাবার খরচ বহনের স্বলজ্য কাহিনী এখানে তুলে ধরলামনা । টাকার নিষ্ঠুর আচরনে ২০১২ এর পরীক্ষা তার দেওয়া হয়নি । পরে পরিবারের উপর অভিমান করে সে ঢাকায় গার্মেন্টস করতে যায় । একদিন আমাকে কল দিয়ে কান্না জড়িত কন্ঠে বললো- বন্ধু, সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যাই, রাতে আর পড়তে পারিনা, ক্লান্ত শরীরে ঘুম আসে, আমার কি অনার্স করা হবেনা?

এরই মাঝে ২০১৩ এর পরীক্ষার ফরম ফিল আপ শুরু হলো, তমাল ঢাকা থেকে ফিরে পূণঃ ভর্তি হলো (এখানে বলে রাখি- একই বর্ষে একবারের বেশী পূণঃ ভর্তির নিয়ম নাই) । সে অল্প কদিনেই পরীক্ষার জন্য মোটামুটি প্রস্তুতি নিয়ে নিলো । আর বড় ভাইদের মারফতে জানতে পারলো- কমপক্ষে ১ টা বিষয়ে পাশ করলেই সে দ্বিতীয় বর্ষে প্রমশন পাবে । পরীক্ষার রেজাল্ট হলো ২০১৫ সালের মার্চ মাসে । তার সব চেষ্টা উজাড় করে দিয়েও সে ভাগ্যের কাছে হেরে গেল, দেখলো ২টা বিষয়ে কৃতকার্য হয়েও তার নামের পাশে Not promoted, সে আর পূণঃ ভর্তিও হতে পারবেনা, কারন – একবারের বেশী তা হওয়া যায়না । তমালের আর অনার্স করা হবেনা , সে এখন পাগলের মত ।

জাতীয় একারনেই বিশৃঙ্খল, যদি তারা তাদের নিয়মের হেরফের না করতো, তবে ঐ ছাত্রটা ঝরে পড়তো না । ২০১১ সালের পরীক্ষায় সব বিষয়ে ফেল করেও প্রমোশন পায়, ২০১২ তে ১ টি বিষয়ে পাশ করেই প্রমোশন পায়, আর ২০১৩ এর পরীক্ষায় ২ টি বিষয়ে পাশ করেও প্রমোশন পায় না । এ অন্যায় মেনে নেওয়ার কোনো অবকাশ নেই । আমরা কখনোই তমালের মত হাজার হাজার ছাত্র-ছাত্রীর জিবন ঝরে যেতে দেবনা ।

এসব বিষয়কে সামনে রেখেই আগামী ১২ ই মে ২০১৫ ইং তারিখে (সকাল ৮টা থেকে) জাতীয় বিশ্ববিদ্যালয় (গাজীপুর) ঘেরাও কর্মসূচী হাতে নিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন এবং সারাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের নট প্রমোটেড ছাত্র-ছাত্রীরা । প্রমোশনের দাবীতে ইতোপূর্বেই সারা দেশের বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীরা নিজ নিজ কলেজে মানববন্ধনও করেছে, এই আন্দোলন অধিকার আদায় করার আন্দোলন. . . . .!! এই আন্দোলন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার আন্দোলন. . . .!! এই আন্দোলন ভবিষ্যতের স্বপ্ন সাজানোর আন্দোলন. . . . . . . . . . . .!! সবাইকে নিজ নিজ অধিকার আদায়ের দাবিতে এই আন্দোলনে যোগ দেয়ার জন্য বিনীত ভাবে অনুরোধ করছি।

2

»»» দাবী সমূহ «««
>> কমপক্ষে একটি বিষয়ে পাস শিক্ষার্থীদের উত্তীর্ণ করতে হবে ।
>> প্রমোশনে নির্ধারিত সর্বনিম্ন গ্রেড পয়েন্ট (প্রথম বর্ষে ১.৭৫/২য় বর্ষে ২.০০/ ৩য় বর্ষে ২.২৫) বাতিল করতে হবে ।
>> কলেজে বর্তমান শিক্ষা আয়োজনে অটোপ্রমোশন বাতিল করা যাবে না ।
>> এক বিষয়ে পাশ করলে প্রমোশন দিয়ে স্পেশাল মানোন্নয়ন পরীক্ষার ব্যবস্থা করতে হবে ।

»»» জাতীয় বিশ্ববিদ্যালয় ঘেরাও আন্দোলন করতে আসার আগে ও আসার সময় করনিও «««
>> সাথে করে প্ল্যাকার্ড, ব্যানার, কাফনের কাপড় ইত্যাদি আনতে হবে ।
>> মিডিয়া ও ভিসির কাছে আমাদের ন্যায্য দাবি সঠিক ভাবে উপস্থাপন করতে হবে ।
>> প্রমোট ঘোষনা না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করা ।
>> কোন বিশৃঙ্খলা না করে ছাত্রের মতো আন্দোলন করা ।
>> কাফনের কাপড় নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় ঘেড়াও ।
>> প্রতিটা জেলা থেকে সবার অংশগ্রহণ করতে হবে ।

»»» প্ল্যাকার্ড এ যা লিখবেন «««
>> এই অবিচার মানি না, প্রাণ দিতে রাজি, প্রমোশন না নিয়ে ফিরবোনাকো আজ-ই
>> মোদের দাবী একটাই, প্রমোশন চাই চাই ।
>> ২০১৩ এর প্রতি অবিচার মোদের জীবন ছারখার ।
>> এই অন্যায় কেমনে করো? মোদের জীবন রক্ষা করো ।

»»» যাদের সাহায্য আমাদের কাম্য «««
>> ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া ।
>> জাতীয় বিশ্ববিদ্যালয় এর সকল স্তরের সম্মানিত সিনিয়র ভাইদের ।
>> এবং সংগ্রামী ছাত্র সংগঠনগুলোর সর্বাত্বক সহযোগীতা কামনা করছি ।

»»» সারাদেশ থেকে গাজীপুরে আসার হেল্পলাইন «««
যে সকল ভাইয়েরা ঢাকা বা তার আশে পাশের জেলা থেকে আমাদের সাথে গাজীপুর আন্দোলনে যোগ দিতে চান, তারা যোগাযোগ করুন:
উত্তম( তিতুমির কলেজ, ঢাকা), ০১৯৫৩৫৭৯৫০১
অপু(ঢাকা কলেজ), ০১৭১১২৩৬৫৭৪
মোক্তার( তিতুমির কলেজ, ঢাকা), ০১৭১৩৭১৭১৫৮১
রাজিব (বোরহানুদ্দিন কলেজ), ০১৬৮১২৭৩৪৫
দিপ সাহা (তেজগাঁও কলেজ), ০১৭৮০৪২৮৪৯৩

রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী বা তার আশে পাশের জেলা থেকে আমাদের সাথে গাজীপুর আন্দোলনে যোগ দিতে চান, তারা যোগাযোগ করুন:
মোস্তাফিজুর রহমান (কারমাইকেল কলেজ, রংপুর), ০১৭৭৩৮৭৫০০০, ০১৯২২০১১৪৪০
অনিম (কারমাইকেল কলেজ, রংপুর), ০১৭৪৫৫৫৭৩৪২
জিবন (দিনাজপুর সর:), ০১৭১৭০৪৭৮৮৪
শামীম(নীলফামারী), ০১৭৫৯৭৩০১৮৮
পঞ্চগড়, ০১৭৩৮১০১৩১০

রাজশাহী বা তার আশে পাশের জেলা থেকে :
নয়ন (রাজশাহী কলেজ), ০১৬৮৮৬০৩১৬৫
জিবন (রাজশাহী কলেজ), ০১৭৫০৫২৫৪২০
মেহেদী (রাজশাহী কলেজ), ০১৮৪৩৭৬৫৪৮৭

সিলেট বা তার আশে পাশের জেলা গুলো থেকে আমাদের সাথে যোগাযোগ করুন:
রাজিব (সিলেট), ০১৭১২৭৬৯৫৩৩
রাহূল (সিলেট), ০১৭৯৯৮৬১০২৯
হাসান(সিলেট), ০১৭৩৩৯০৬০২৮, ০১৮২৫৪৩২৮০৭
সুজন (সিলেট), ০১৭৬৭১৫১৫৭৫

জামালপুর, ঝিনাইদহ বা তার আশে পাশের জেলা থেকে আমাদের সাথে গাজীপুর আন্দোলনে যোগ দিতে চান তারা যোগাযোগ করুন:
স্বপন (জামালপুর আশেক), ০১৯৩৬১১৬৪৩৭
তৌহিদ (ঝিনাইদহ্), ০১৭৩২০১৮২০৯

এছাড়াও অন্যান্য জেলা থেকে আন্দোলনে আসতে যোগাযোগ করুন নিম্নোক্ত নাম্বার গুলোতে:
ইফতেখার (ময়মনসিংহ), ০১৯৬২১৫৫৪২৩
নাজমুল (কিশোরগঞ্জ), ০১৭১৬৯৫১৪৬৮
মিশুক‬ (ভোলা), ০১৯৪৪১৭৩৬২৬
‪তাপশ‬ (পটুয়াখালী), ০১৭১৪৪৪৪৮৭৬

যেকোনো সময় এই আন্দোলনের আপডেট দেখুন www.fb.com/events/1618800791670349/
সবাইকে এই আন্দোলনে যোগ দেয়ার জন্য বিনীত ভাবে অনুরোধ করছি ।





Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*