কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘অনুচিন্তন’ দেয়াল পত্রিকা উদ্বোধন

By ফারিদ মুস্তাকিম

Published on:

Advertisements

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের উদ্যোগে ‘অনুচিন্তন’ দেয়াল পত্রিকা উদ্বোধন করা হয়েছে।

০১ এপ্রিল ২০১৫ তারিখ বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নৃবিজ্ঞান বিভাগের প্রধান মো. আইনুল হক এ দেয়াল পত্রিকাটি উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এনএম রবিউল আউয়াল চৌধুরী, বিভাগের শিক্ষক মো. আব্দুর রহমান, মো. আসাদুজ্জামান, আজমাইন মুহতাসিম মীরসহ বিভাগের সকল শিক্ষার্থীবৃন্দ।Onuchitton

এটি অনুচিন্তনের প্রথম সংখ্যা এবং সংখ্যাটি অমর একুশে ও স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রকাশ করা হয়। পরবর্তীতে ধারাবাহিকভাবে বিভিন্ন দিবসে পত্রিকাটি প্রকাশ করা হবে।

উদ্বোধনের পূর্বে বিভাগীয় প্রধান মো. আইনুল হক বলেন, আমাদের বিভাগ যেভাবে এগিয়ে যাচ্ছে, তেমনিভাবে বিভাগের সাংস্কৃতিক কর্মকাণ্ডও এগিয়ে যাচ্ছে। আর এটি সম্ভব হচ্ছে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সম্মলিত প্রচেষ্টা ও আন্তরিকতার মাধ্যমে।

Leave a Comment