কুবিতে ভর্তি হতে চান? জেনে নিন বিস্তারিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সকল ইউনিট এর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশকরা হয়েছে। ০৬ডিসেম্বর ২০১৫ তারিখ দুপুরে উক্ত ফলাফল প্রকাশ করা হয়। সকল ইউনিটের ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট WWW.COU.AC.BD দেওয়া হয়েছে। comilla university

এই বছর তিনটি ইউনিটে ১৯ টি বিভাগে ১হাজার ১০ জন এর বপিরীতে আবেদন করে, মোট ৪৪ হাজার ৪৪৭ জন। প্রতি আসনের বিপরীতে লড়ছে ৪৪ জন। এই বছর ’এ’ ইউনিটে ৩৫০ টি আসনের বিপরীতে মোট আবেদন করেছে ১৬ হাজার ৪শত ৮০ জন। ’বি’ ইউনিটে ৪৩০ টি আসনের বিপরীতে মোট আবেদন করেছে ১৫ হাজার ৭শত ৬৯ জন এবং ‘সি’ ইউনিটে ২৩০ টি আসনের বিপরীতে মোট আবেদন করেছে ১২ হাজার ১শত ৯৮ জন শিক্ষার্থী আবেদন করেছে। সর্বাধিক প্রতিযোগিতা হয়েছে ‘এ’ ইউনিটে। এবারই প্রথম আইন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শিক্ষার্থী ভর্তি করানো হবে।

পাঠকদের সুধবধার্থে আসন সংখ্যা নিম্নরুপ

কলা,সমাজবিজ্ঞান ও আইন(বি)

বিষয় বিজ্ঞান সাধারন বাণিজ্য
বাংলা ১০ ৩৯ ০৬
ইংরেজী ১৮ ৩১ ১১
নৃবিজ্ঞান ১৭ ৩৩ ০৫
অর্থনীতি ৩৪ ১৯ ০৭
প্রত্নতত্ত্ব ১৬ ২১ ০৩
আইন ১৫ ৩০ ০৫
সাংবাদিকতা ১৫ ৩০ ০৫
লোকপ্রশাসন ০৮ ৪৫ ০৭

বাণিজ্য(সি)

ব্যবস্থাপনা ০৬ ০৪ ৫০
একাউনটিং ০৬ ০৪ ৫০
মার্কেটিং ০৬ ০৪ ৫০
ফিন্যান্স ০৫ ০৩ ৪২

 

বিজ্ঞান অনুষদ (এ)

গণিত ৬০    
সিআসি ৫০    
আইসিটি ৫০    
পদার্থবিজ্ঞান ৫০    
রসায়নবিজ্ঞান ৫০    
পরিসংখ্যান ৫০    
র্ফামাসী ৪০    

কোটার সংখ্যা ৫৭ টি। মূল আসন ব্যতিত। এর মধ্য মুক্তিযুদ্ধা কোটা ৫১ টি ও পোষ্য কোটা ০৬ টি।

সাক্ষাৎকারের সময় যা আনতে হবে

প্রথমে আপনাকে একটি বিষয় নির্ধারন ফরম দেওয়া হবে । যথাযথভাবে তা পূরণ করে কতৃপক্ষের কাছে জমা দিতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিতরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের মার্কসীট, রেজিস্ট্রেশন কার্ড এবং উচ্চ মাধ্যমিক প্রবেশপত্র ফটোকপি, সর্বশেষ প্রতিষ্ঠানের অধ্যক্ষের প্রশংসাপত্র এবং কোটার ক্ষেত্রে যথাযথ প্রমান সত্যায়িত করে ভর্তি পরমের সাথে যুক্ত করে সংশ্লিস্ট বিভাগে জমা দিতে হবে।বিভাগ কতৃক বাচাইয়ের পর পে-ইন-স্লিফ(ব্যাংক রশিদ) প্রদান করা হবে। তারপর নিদির্ষ্ট টাকা দিলে ভর্তি সম্পুর্ণ হবে। টাকা লাগতে পারে ১৫ হাজারের মত।
এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত এই পরীক্ষার সকালে ‘এ’ ইউনিট এবং বিকালে ‘বি’ ইউনিট ও পরের দিন ৫ ডিসেম্বর সকালে ‘সি’ ইউনিটের ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষা সংক্রান্ত সর্বশেষ ওবিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট: www.cou.ac.bd ও লেখাপড়াবিডি.কম থেকে জানা যাবে।





About লেখাপড়া বিডি ডেস্ক 1527 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*