জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স, ডিগ্রি ও প্রফেশনাল কোর্সের রেজিস্ট্রেশন ফি জমাদানের সময়বৃদ্ধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর রিলিজ স্লিপ, ১ম বর্ষ স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) প্রফেশনাল শ্রেণীর ১ম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি কলেজ কর্তৃপক্ষের ‘সোনালী সেবা’ এর মাধ্যমে নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় জমা দেয়ার সময় ০৫ এপ্রিল ২০১৫ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে৷

যে সকল কলেজ এখনো রেজিস্ট্রেশন ফি ‘সোনালী সেবা’ এর মাধ্যমে জমা দিতে পারেনি সে সকল কলেজকে উল্লিখিত তারিখের মধ্যে Pay Slip ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় জমা দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে। National University

০১ এপ্রিল বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা বিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডীন প্রফেসর ড. মোবাশ্বেরা খানম কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে অবহিত করা হয়।

তবে ১ম বর্ষ স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) প্রফেশনাল শ্রেণীর ২য় মেধা তালিকা কবে প্রকাশ করা হবে সে বিষয়ে কিছু উক্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়নি। এ বিষয়ে কোন বিজ্ঞপ্তি প্রকাশ হওয়া মাত্র আমরা লেখাপড়া বিডিতে তা জানিয়ে দেব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *