০৫ আগস্ট ২০১৯ প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের অনার্স ১ম বর্ষ (বিশেষ) পরীক্ষার ফলাফলে যারা কাঙ্খিত ফলাফল পায়নি তারা চাইলে তাদের ফলাফল পুন:নিরীক্ষণের আবেদন করতে পারবেন। এই ফরম পূরণ করে Pay Slip ডাউনলোড করতে হবে। Pay Slip এ সংশ্লিষ্ট খাতের হিসাব নম্বর ০২১৮১০০০০০১৩৫ উল্লেখপূর্বক টাকার অংক লেখা থাকবে এবং এর প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ যে কোন সোনালী ব্যাঙ্কের শাখায় পরবর্তী কার্যদিবসে জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে। আবেদন ফরম যেভাবে পূরণ করবে তার একটি উদহারণ কপি দেওয়া হলোঃ
আবেদনের নিয়ম / পদ্ধতিঃ http://103.113.200.36/PAMS/ICTUnit/Re_scrutiny.aspx এই লিঙ্কে গেলে নির্ধারিত সময়ের মধ্যে (এর আগে কিংবা পরে পাবেন না) আবেদন ফরম পাবেন।
আবেদনের সময়সীমাঃ অনলাইনে ২৫ আগস্ট সকাল ১০ টা থেকে ০৩ সেপ্টেম্বর দুপুর ২টা পর্যন্ত আবেদন করা যাবে। আর আবেদনের জন্য নির্ধারিত ফি ব্যাংকে জমা দেওয়ার সময়সীমা ০৫ সেপ্টেম্বর তারিখ বিকাল ৪ টা পর্যন্ত।
Leave a Reply