লেখালেখিকবিতা-পরীক্ষার হলBy Sifat ViperUpdated on: August 23, 2019 Advertisements পরীক্ষার হল নেই কোন কোলাহল।হাতে আসে প্রশ্ন কেউ হয় খুশি,কেউ হয় ক্ষুন্ন।কারো হাত খাতায়কারো হাত মাথায়।কেউ লেখে অবিরলকারো কারো চোখে জল।অবশেষে ঘন্টাকেপে ওঠে মনটা।খাতা হয় হাতছাড়া মনে পড়ে সব পড়া।