কবিতা-পরীক্ষার হল

By Sifat Viper

Updated on:

Advertisements

পরীক্ষার হল

নেই কোন কোলাহল।

হাতে আসে প্রশ্ন 

কেউ হয় খুশি,কেউ হয় ক্ষুন্ন।

কারো হাত খাতায়

কারো হাত মাথায়।

কেউ লেখে অবিরল

কারো কারো চোখে জল।

অবশেষে ঘন্টা

কেপে ওঠে মনটা।

খাতা হয়  হাতছাড়া

 মনে পড়ে সব পড়া।

 

Leave a Comment