জবি প্রতিনিধি : বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধ ও দফায় দফায় হরতালের মধ্যেই বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কর্তৃপক্ষ।
রোববার বিশ্ববিদ্যালয়ের পরিবহণ প্রশাসক অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী সব পরিবহণ সোমবার থেকে চলাচল করবে। সকাল ৮টায় বিভিন্ন গন্তব্য থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং বিকাল ৩টায় ক্যাম্পাস থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের মৌখিক নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Leave a Reply