স্কুল ছাত্রী মাইশা হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন

কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রলবোমা হামলায় নিহত যশোর পুলিশ লাইন স্কুলের দশম শ্রেণীর মেধাবী ছাত্রী মাইশা তাসনীম ও তার বাবার করুন মৃত্যুর প্রতিবাদেও যশোর প্রেস ক্লাবে মানববন্ধন করেছে যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা। ০৯ ফেব্রুয়ারি ২০১৫ রোববার সকাল ১১ টায় এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

এ অকাল মৃত্যুকে মেনে নিতে পারছেন না কেউই। শোকাহত শিক্ষার্থীরা এ নির্মম হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। manobbondhon

উল্লেখ্য ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার কুমিল্লার চৌদ্দগ্রাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়ার বাজার জগমোহনপুর নামক স্থানে বাসে পেট্রলবোমা হামলায় অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই সাতজন নিহত হয়েছেন। ঐ ঘটনায় নিহত হয় মাইশা ও তার বাবা নুরুজ্জামান পবলু।





About আল মামুন মুন্না 822 Articles
আল মামুন মুন্না, বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ সাইট "লেখাপড়া বিডি"র প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে নিয়োজিত আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন যশোর সরকারী এম. এম. কলেজ থেকে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয় নিয়ে বি.বি.এ অনার্স ও আজম খান সরকারী কমার্স কলেজ থেকে এমবিএ সম্পন্ন করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*