আড়াইহাজারে জাতীয় মাসিক পত্রিকা হাতেখড়ি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার 4 নং বৈলারকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 15. ফেব্রুয়ারি ২০১৫ রৰিবার.  জাতৗয় মাসিক পত্রিকা হাতেখড়ি’র প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

হাতেখড়ি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদযাপন অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা অনুষ্ঠানে বুদ্ধিদীপ্ত প্রজন্ম গড়ার সংকল্পে আনন্দময় শৈশব নিশ্চিত করার জন্য সবাই মত প্রকাশ করেন।
হাতেখড়ি (2)
মহিতুল ইসলাম হিরু’র সভাপতিত্বে এবং হাতেখড়ি’র জেলা স্বমন্বয়ক অরণ্য সৌরভ  এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বৈলার কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আজগর আলী ভূঁইয়া, সদস্য মোমেন কাজী ও মোহাম্মদ আলী।হাতেখড়ি (3)

এছাড়াও আরো উপস্থিত ছিলেন বৈলারকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক লায়লা আঞ্জুমান বানু, সহকারী প্রধান শিক্ষিক মমতাজ আক্তার, সহকারী শিক্ষিকা লায়লা হক,নাজমা খানম, জুয়েলা আক্তার, মরিয়ম আক্তার ও শাওন।

এছাড়া আরো উপস্তিত ছিলেন সদাসদী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের  প্রতিনিধি মাহমুদুল হাসান সুজন , আড়াইহাজার  মডেল পাইলট হাইস্কুল এর প্রতিনিধি ইমরান হোসেন , উজান গোবিন্দ  উচ্চ বিদ্যালয়ের প্রতিনিধি জসিম উদ্দিন, হাজী বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের প্রতিনিধি মোজাম্মেল হক, গোপালদি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিনিধি অলিউল্লাহ, রোকনউদ্দিন মোল্লা ডিগ্রি গালস কলেজের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান ।

আলোচনা অনুষ্ঠান শেষে উপস্থিত সকল বন্ধুদের মাঝে সাধারণ জ্ঞান  প্রতিযোগিতা ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা  অনুষ্ঠিত হয়।সাধারণ জ্ঞান প্রতিযোগিতার মধ্যে বিজয়ী হয় – রবিন, মিথিলা আক্তার, হিমেল, রিদয় খান, মাহফুজ রহমান, আফরিন আক্তার, অনিহা, ইফরাত হোসেন, ও মীনা। অপর দিকে সুন্দর হাতের লেখায় বিজয়ী হয়- ফারজানা আক্তার, আফরিন আক্তার, শ্রাবতী, ইমা, ইসরাত জাহান, রাসেল হোসেন, তানভীর, হিমেল ও সোহাগ।

এছাড়াও উপস্থিত সবাই গান, নাচ, আবৃত্তি পরিবেশন করে; অনুষ্ঠান শেষে কেক কাটার  মাধ্যমে হাতেখড়ির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান শেষ হয়।





About অরণ্য সৌরভ 47 Articles
আমি অরণ্য সৌরভ, লেখাপড়া করছি সরকারী সফর আলী কলেজ আড়াইহাজার, নারায়নগঞ্জ। পাশাপাশি কবি ও সাংবাদিক হিসেবে কাজ করছি মাসিক "হাতেখড়ি"তে showrov2500@gmail.com

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*