বেসরকারি ডেন্টাল কলেজে চলতি শিক্ষাবর্ষে বিডিএস কোর্সে ভর্তিতে লিখিত পরীক্ষায় পাস নম্বর ১০ কমানো হয়েছে। ১৮ ফেব্রুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত এক আদেশ জারি করে।
আদেশে বলা হয়, বিডিএস কোর্সে লিখিত পরীক্ষার ন্যূনতম পাস নম্বর ৪০ থেকে কমিয়ে ৩০ নির্ধারিত করা হলো। তবে ভর্তি পরীক্ষায় ২০০ নম্বরের মধ্যে ১২০ নম্বর পাওয়া শিক্ষার্থীদের ভর্তির পূর্ববর্তী শর্ত অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক বলেন, ‘বেসরকারি ডেন্টাল কলেজগুলোতে সব আসন শূন্য পড়ে থাকায় পাস নম্বর কমানো হয়েছে।’
এদিকে বেসরকারি মেডিকেল অ্যাসোসিয়েশনের ট্রেজারার ইকরাম হোসেন বিজু জানান, শিক্ষার্থী পাওয়া যাচ্ছে না বিষয়টি উপলব্ধি করে পাস নম্বর কমানো বিষয়কে তারা স্বাগত জানায়।
তথ্যসূত্রঃ দৈনিক শিক্ষা.কম
এইদিকে ভর্তি পরীক্ষায় পাশ নম্বর ২০ থেকে ৪০ নম্বর বৃদ্ধি করায় এবছর শিক্ষার্থী সংকটে পড়েছে প্রাইভেট মেডিকেল কলেজগুলো।
দেশের প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে প্রায় সাড়ে ৩ হাজার আসন শূন্য রেখেই সম্পন্ন করা হয়েছে ২০১৪-১৫ সেশনের ভর্তি প্রক্রিয়া।
পর্যাপ্ত সংখ্যক শিক্ষার্থী পাওয়ার আশায় পাশ নম্বর কমাতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় দেন-দরবার করেও কোনো ফল পায়নি তারা।
Leave a Reply