Advertisements
পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো জাতীয় বিশ্ববিদ্যালের শিক্ষার্থীদের সমাবর্তন দিতে হবে এ দাবিতে মানববন্ধন করেছে নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থীরা।
১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন শতাধিক শিক্ষার্থী।
শিক্ষার্থীরা জানায়, আগামী ৩০ দিনের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে, আগামী ১০ মার্চ দেশব্যাপী জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কলেজে মানববন্ধন করা হবে। একইদিন ক্লাস বর্জন র্কমসূচিও পালন করবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পাশাপাশি মাসব্যাপী সমাবর্তনের পক্ষে গণস্বাক্ষর কর্মসূচি চলবে।