পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো জাতীয় বিশ্ববিদ্যালের শিক্ষার্থীদের সমাবর্তন দিতে হবে এ দাবিতে মানববন্ধন করেছে নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থীরা।
১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন শতাধিক শিক্ষার্থী।
শিক্ষার্থীরা জানায়, আগামী ৩০ দিনের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে, আগামী ১০ মার্চ দেশব্যাপী জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কলেজে মানববন্ধন করা হবে। একইদিন ক্লাস বর্জন র্কমসূচিও পালন করবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পাশাপাশি মাসব্যাপী সমাবর্তনের পক্ষে গণস্বাক্ষর কর্মসূচি চলবে।
কবি, ছড়াকার, গীতিকার বিশেষত; শিশুসাহিত্যিক। বর্তমানে নির্বাচন কমিশনে কর্মরত। এ পর্যন্ত ৬টি প্রবন্ধ সংকলন, ১টি গল্প সংকলন, ১টি কিশোর উপন্যাস, শিশুতোষ ছড়াগ্রন্থ-- দুরছাই ধুত্তোরী ছাই, ইষ্টিপাখি মিষ্টিপাখি, ষড়ঋতুর দেশে, লিন্তামণির চিন্তা, কিশোর কবিতার বই—ফুলবনে হই-চই, ফুল-পাখি নদী, শিশুতোষ গল্পগ্রন্থ—কালো মুরগি, বেওয়ারিশ লাশ এবং ৪টি অডিও ক্যাসেট (ভোরের পাখিরা/১৯৮৯, শিহরণ-১ও২ এবং ‘‘প্যারোডি’’) প্রকাশিত হয়েছে। ছাত্রজীবন অর্থাৎ ১৯৭৭ সাল থেকেই বাংলাদেশ ও ভারতের পত্র-পত্রিকায় লেখালেখি। ১৯৭৮ সালে তৎকালীন রেডিও বাংলাদেশ রংপুর কর্তৃক ‘‘উত্তরবঙ্গের শ্রেষ্ঠ ছড়াকার’’ হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত। ১৯৮৬ সালে সিলেট ছড়া পরিষদ কর্তৃক ছড়ায় অবদান রাখার জন্য পুরস্কৃত। ১৯৮৭ সাল পর্যন্ত জাতীয় বিভিন্ন দৈনিকে সাংবাদিকতাছাড়াও বিভিন্ন সাহিত্য পত্রিকা যেমন; লালমনিরহাট থেকে ত্রৈমাসিক চলমান, ত্রৈমাসিক ব্যতিক্রম, ত্রৈমাসিক দারুচিনি, ত্রৈমাসিক কিশোরকন্ঠ, ত্রৈমাসিক প্রজাপতিসহ (অধুনালুপ্ত) বিভিন্ন পত্রিকার সম্পাদক এবং লালমনিরহাটের প্রথম প্রকাশিত ‘সাপ্তাহিক জানাজানি’র প্রতিষ্ঠাতা সাহিত্য সম্পাদক। বিসিএস তথ্য ক্যাডারের সদস্য এবং এলএলবি'র ছাত্র।
Leave a Reply