আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি……………

By আল মামুন মুন্না

Updated on:

বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমউনিটি ব্লগ লেখাপড়া বিডি‬ পরিবারেরে পক্ষ থেকে সালাম‬, বরকত‬, রকিক‬, জব্বার‬ ‪‎শফিকসহ‬ যারা জীবনটাকে বিলীন করে দিয়ে আমাদেরকে উপহার দিয়েছিলেন মায়ের ভাষা বাংলা‬ তাদের কে জানাই হাজার সালাম।

21st February Shohid Minarআপনারা এগিয়ে এসেছিলেন বলেই আজ প্রাণ খুলে কথা বলতে পারি… লিখতে পারি বাংলায়…..

না… আমরা আপনাদেরকে আজও ভুলিনি। ভুলবোনা কখনো। বাংলা ভাষার প্রতিটা অক্ষরে মিশে আছে আপনাদের স্মৃতি; যা কখনো ভোলার নয়।

আপনারা এগিয়ে না আসলে হয়তো জন্ম হতো না বাংলা ভাষায় লেখাপড়া বিডি নামে কোন ব্লগের। তাই আমরা আপনাদের প্রতি চির কৃতজ্ঞ….

Leave a Comment