→→→আপনারা অনেকেই
ইতিমধ্যে জেনে গেছেন যে,
জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধীনে ২০১৪-১৫
শিক্ষা বর্ষে ৩ বছর মেয়াদি ডিগ্রি কোর্স এ,
ভর্তি হবার জন্য আবেদন
করা যাবে, ১ফ্রেবুয়ারি থেকে ১৫
ফেব্রুয়ারি পর্যন্ত।
এখন→→→
যারা ২য় লিস্ট এর অপেক্ষা আছেন,
তারা পরে গেছে দোটানায়, কি করব,
আমাদের তো এখনো ২য় লিস্ট ও দেয় নাই।
শুনুন
→→→আপনি ২য় লিস্ট এ আছেন তার মানে এই
নয় যে, আপনি পাশ করেছেন, সাব্জেক্ট
তো ১টা না,১টা পাবোই , তা কিন্তু না।
আবার→→→→
দেখা গেছে যে ২য় লিস্ট এ ও আসেন নাই,
এতে তো রিলিজ স্লিপ নিয়ে যে কোন কলেজ
এ চান্স পাবেন, আপনি নিশ্চিত (হা, ৯৫% চান্স
পাবেন তখন, অনেকেই পাবে না,কেন
পাবে না,,,,তারা পাকনামি করে সব কলেজ
চয়েস দিবে সরকারি, এতে তাদের স্কোর
অনেক কম, তারা নেহাৎ বাঁশ খাবে, কোন
কথা নাই)
★★★আবার অনেক ছাত্র-
ছাত্রী কে দেখা যায়,,,,
রিলিজ স্লিপ চয়েস দিছে ৫টা কলেজ, ১
বেসরকারি কলেজ এ চান্স পেয়ে গেছে, এখন
কলেজ এ @মাসিক বেতন,
ভর্তি ফি শুনে মাথায় হাত,তাই অনেকেই চান্স
পেয়ে ও আর ভর্তি হতে চায় না,আবার
অনেকেই সাব্জেক্ট পাইছে নরমাল, এতে ও
অনেক ছাত্র-ছাত্রি ভর্তি হতে অনীহা প্রকাশ
করে,, এতে তার আত্বীয়-স্বজন, পরামর্শ
দিয়ে থাকে @ডিগ্রি এর মান আগের
থেকে এখন অনেক বাড়িয়েছে , এখন রেসাল্ট
দেয় গ্রেডিং সিস্টেম এ, অমুক কলেজ
এতে বেতন ও কম,যেহেতু সরকারি কলেজ টাও
কাছে, এই সব কিছু বিবেচনা করে সিধান্ত
নেয় ডিগ্রি তে ভর্তি হয়।
ডিগ্রিতেই পড়, ৩বছরের কোর্স, তার
পরে মাস্টার্স কমপিলিট করে @বি,সি,এস
এক্সাম ও দিতে পারবে।
(উল্লেখ্য-গত বার আমার ১ফ্রেন্ড ঢাকা ইডেন
কলেজ থেকে ১৪৮.৫২ পাইছে,
১ম লিস্ট এ আসে নাই ,
২য় লিস্ট এ ও আসে নাই,
রিলিজ স্লিপ এ আবার অই কলেজ চয়েস
দিসে,তাও আসে নাই,নারায়নগঞ্জ
মহিলা কলেজ চয়েস দিছে তাও আসে নাই,
পাইছে ১টা বেসরকারি কলেজ এ, যদি সব
কলেজ সরকারি দিত, তাহলে নিশ্চিত বাঁশ
খাইত (কমার্স থেকে),,,,এমন আর ও অনেক
আছে, খবর নিয়ে দেখেন,
তাই @ভাবিয়া করি ও কাজ করিয়া ভাবিও
না@
★★★★★
তাদের কে বলছি ২য় লিস্ট এর
অপেক্ষা থাকেন, এবং সেই সাথে ডিগ্রি এর
ফ্রম টাও ফিল আপ করে নেন, মনে রাখবেন
ডিগ্রী এর ক্ষেত্রে মাত্র ১টা কলেজ চয়েস
দেয়া যায় , ভেবে নেন কোন কলেজ আপনার
জন্য ভাল।
→২য় লিস্ট বা রিলিজ এ চান্স
পেলে ভর্তি হয়ে গেলাম, ডিগ্রি তে চান্স
পেলাম তাহলে
উঃ অই খানে আপনার আর যাওয়ার দরকার
নাই।
★★*ডিগ্রি এর ক্ষেত্রে ও যার স্কোর
বেশি সেই চান্স পাবে (এইখানে অনার্স এর
স্কোর যোগ হবে না,শুধু মাত্র আপনার SSC &
HSC ৮ & ১২ দিয়ে গুন করলে যায় হয়,,,,
→→→ফ্রম ফিল আপ মাত্র ২৫০/=
জ(ফ্রম ফিল আপ করতে ২কপি চবি, এবং ssc &
hsc er roll & reg no লাগবে)
(কোন পরিক্ষা দেয়া লাগবে না)
Leave a Reply