যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে সুযোগ পাবেন না তাদের জন্যে কিছু পরামর্শ

জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ

প্রতিবছরই তো কয়েক লক্ষ শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেয় তাদের মধ্যে অর্ধেক শিক্ষার্থী সুযোগ পায় সম্মান কোর্সে আর অর্ধেকরা করতে হয় পাস কোর্স । যারা সুযোগ পেয়েছেন তাদের জন্য শুভ কামনা । National University

আর যারা পাননি ২ য় তালিকার জন্য অপেক্ষা করেন। এর পর ৩ য় এবং ৪ র্থ বার রিলিজ স্লিপে ভর্তির পরও যারা পাবেন না তাদের চিন্তার কোন কারন নেই কারন সম্মান কোর্স পেলেন না বিধায় আপনি মেধাহীন তা ভাবা নিতান্ত্যই বোকামি ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাস কোর্স নামে আরেকটা কোর্স আছে । বিএ , বিএসএস , বিবিএ , বিএসি চার ডিপার্টমেন্টের তিন বছর মেয়াদি স্নাতক কোর্স আছে যেটা করার পর মাস্টার্স করলে আপনি সম্মান কোর্সের গ্লানি মুছতে পারবেন । আর চাকুরীর ক্ষেত্র যদি লক্ষ্য থাকে তাহলে মনে রাখবে চাকুরীতে প্রথমে নিজের যোগ্যতায় লিখিত পরীক্ষা পরে ভাইবা অংশ গ্রহনের পর চাকুরী এর মধ্যে সার্টিফিকেট শুধু আবেদন পর্যন্তই এর পর মামা , চাচা , ভাই , শশুর ইত্যাদি তো আছেই । এ জন্য বলছি যারা ভাবছেন সব শেষ আসলে কিছুই শেষ হয় নি ।

আর আরেকটি কথা জাতীয় বিশ্ববিদ্যালয়ে রেজাল্ট হচ্ছে সব কিছুই সে যেই ডিপার্টমেন্টেই থাকুক না কেন । রেজাল্ট ভালো না হলে সে ভালো বিষয়ে পড়ার পরও কোন লাভ হবে না ।

তাই বলছি সবাই চিন্তা মুক্ত থাকেন । সামনে ভালো কিছু আছে বলেই আপনি আজ এই কষ্ট পেলেন তা ছাড়া আর কিছু না । বড় কিছু লক্ষ রাখেন অনেক কিছু করতে অনুপ্রেরনা পাবেন





About Nazmul Hasan 7 Articles
সরকারী বি.এল.কলেজ,খুলনা। অধ্যয়নরত বিএসএস

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*