যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে সুযোগ পাবেন না তাদের জন্যে কিছু পরামর্শ

By Nazmul Hasan

Published on:

জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ
Advertisements

প্রতিবছরই তো কয়েক লক্ষ শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেয় তাদের মধ্যে অর্ধেক শিক্ষার্থী সুযোগ পায় সম্মান কোর্সে আর অর্ধেকরা করতে হয় পাস কোর্স । যারা সুযোগ পেয়েছেন তাদের জন্য শুভ কামনা । National University

আর যারা পাননি ২ য় তালিকার জন্য অপেক্ষা করেন। এর পর ৩ য় এবং ৪ র্থ বার রিলিজ স্লিপে ভর্তির পরও যারা পাবেন না তাদের চিন্তার কোন কারন নেই কারন সম্মান কোর্স পেলেন না বিধায় আপনি মেধাহীন তা ভাবা নিতান্ত্যই বোকামি ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাস কোর্স নামে আরেকটা কোর্স আছে । বিএ , বিএসএস , বিবিএ , বিএসি চার ডিপার্টমেন্টের তিন বছর মেয়াদি স্নাতক কোর্স আছে যেটা করার পর মাস্টার্স করলে আপনি সম্মান কোর্সের গ্লানি মুছতে পারবেন । আর চাকুরীর ক্ষেত্র যদি লক্ষ্য থাকে তাহলে মনে রাখবে চাকুরীতে প্রথমে নিজের যোগ্যতায় লিখিত পরীক্ষা পরে ভাইবা অংশ গ্রহনের পর চাকুরী এর মধ্যে সার্টিফিকেট শুধু আবেদন পর্যন্তই এর পর মামা , চাচা , ভাই , শশুর ইত্যাদি তো আছেই । এ জন্য বলছি যারা ভাবছেন সব শেষ আসলে কিছুই শেষ হয় নি ।

আর আরেকটি কথা জাতীয় বিশ্ববিদ্যালয়ে রেজাল্ট হচ্ছে সব কিছুই সে যেই ডিপার্টমেন্টেই থাকুক না কেন । রেজাল্ট ভালো না হলে সে ভালো বিষয়ে পড়ার পরও কোন লাভ হবে না ।

তাই বলছি সবাই চিন্তা মুক্ত থাকেন । সামনে ভালো কিছু আছে বলেই আপনি আজ এই কষ্ট পেলেন তা ছাড়া আর কিছু না । বড় কিছু লক্ষ রাখেন অনেক কিছু করতে অনুপ্রেরনা পাবেন

Leave a Comment