গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের ব্যতিক্রমী আয়োজনঃ ‘গ্লেনজিউর’- এ শিক্ষার্থীদের প্রতিভা প্রদর্শনের সুযোগ

গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল গত ১ জুন শনিবার এর সাতারকুল ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য ‘গ্লেনজিউর’ শীর্ষক সাংস্কৃতিক উৎসবের আয়োজন করে। অনুষ্ঠানে তরুণ শিক্ষার্থীরা (প্লে গ্রুপ থেকে গ্রেড ২ পর্যন্ত) নিজেদের বিভিন্ন প্রতিভা প্রদর্শন এবং দলগত পারফরম্যান্সে অংশগ্রহণের সুযোগ পায়।

সকাল ৯টায় শুরু হওয়া এই অনুষ্ঠানের অংশ হতে পেরে অভিভাবক ও শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। এই আয়োজনে শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবক, শিক্ষক এবং প্রশাসনিক কর্মীসহ সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে সবাই পারফর্ম করেন। ট্রাইবাল স্কিট পারফরমেন্স, গান, স্কেটিং এবং ঈদ নাটক সহ বিভিন্ন ধরণের নৃত্য পরিবেশন করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকদের বিমোহিত করে।

‘স্কুল অফ লাইফ’ ধারণা থেকে অনুপ্রাণিত হয়ে, গ্লেনরিচ শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে গুরুত্বারোপ করে থাকে। এ ধরনের আয়োজন নিজেদের প্রতিভা প্রদর্শনের পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক ও সার্বিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে আশাবাদী এই স্কুলটি।





About লেখাপড়া বিডি ডেস্ক 1518 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*