নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপাচার্যের কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে উপচার্য ড. এম অহিদুজ্জামান এ ফলাফল ঘোষণা করেন।
এবারের ভর্তি পরীক্ষায় ছয়টি ইউনিটের গড় পাসের হার ৮০.১৪ শতাংশ। প্রকাশিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের পাশাপাশি লেখাপড়াবিডি.কম থেকেও দেখা যাচ্ছে।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল দেখুন এখানেঃ
মোবাইল থেকে ফলাফল দেখতে সমস্যা হলে এই লিঙ্কে ক্লিক করুন।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় ৭০ হাজার ২৯৮টি আবেদনপত্রের বিপরীতে ৫৫ হাজার ২৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে পাস করেছেন ৪৪ হাজার ২৯১ পরীক্ষার্থী।
Leave a Reply