আসসালামু আলাইকুম ।
Future Tense প্রধানত চার প্রকার ।
- Future Simple Tense
- Future Continuous Tense
- Future Perfect Tense
- Future Perfect Continuous Tense
Future Simple Tense:
Subject+shall/will+ main verb এর present form+ exc
I shall open the door – আমি দরজাটি খুলব ।
You will finish before me- তুমি আমার আগে শেষ করবে ।
They will play football – তারা ফুটবল খেলবে ।
Future Continuous Tense:
Subject+ shall/will+be+ main verb(ing form)+exc.
I will be working at 10 a.m- আমি সকাল ১০টায় কাজ করতে থাকব ।
She will be using the car – সে গাড়িটি ব্যবহার করতে থাকবে ।
Future Perfect Tense:
Subject+ shall/will+have + main verb(past participle)+ exc.
I will have finished by 10a.m – আমি সকাল ১০টায় শেষ করে থাকব ।
We will have left – আমরা বের হয়ে থাকব ।
Future Perfect Continuous:
Subject+ shall/will+have+been+ main verb( ing form)
I will have been working for four hours- আমি চার ঘন্টা যাবত হাটতে থাকব ।
You will have been travelling for two days- তোমারা দুই দিন ধরে ভ্রমণ করতে থাকবে ।
Future Tense এর structure একটু সংক্ষেপে বর্ণনা করা হল । যেহেতু, পূর্ববর্তী Tense এর structure গুলো বুঝানো হয়েছে । আশা করছি, সবাই বুঝতে পেরেছেন ।
Tense এই এই rule গুলো ফলো করেই আমরা খুব সহজেই শুদ্ধ বাক্য লিখতে পারি । সুতরাং, বেশি বেশি প্রাকটিসই rule গুলো মনে রাখতে সাহায্য করবে এবং প্রয়োজনে মুখস্থ ছাড়া ইংলিসে বাক্যও লেখা যাবে । আগামী পর্বগুলোতে preposition এবং article এর কিছু basic বিষয় নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ, যা একটি বাক্যকে শুদ্ধ লিখতে সাহায্য করবে ।
Leave a Reply