Basic ইংলিস কোর্স পর্ব 6

আসসালামু আলাইকুম

আজকে Past Tense এর শেষ দুটি প্রকার Past Perfect  এবং  Past Perfect Continuous নিয়ে আলোচনা করব ।

Past Perfect:

Subject + had+ main verb (past participle)+exc.

প্রথমে subject তারপরে had এরপরে verb এর participle form বসবে ।

Example:

I had finished my work – আমি আমার কাজ শেষ করেছিলাম ।

You had stopped before me- তুমি আমার আগে থেমে গিয়েছিলে ।

Had you arrived ? – তুমি কি পৌঁছে ছিলে ?

ছোটবেলায় আমরা before/after এর একটা ব্যাপার শিখেছিলাম past perfect এ সেটা আপাতত মাথার রাখার দরকার নেই । সেটা নিয়ে পরবর্তীতে আলোচনা করা হবে ।

 

 

English Lerning

Past Perfect Continuous:

Subject+ had+been+main verb (ing form)+exc.

প্রথমে subject তারপরে had পরে been এবং তারপরে main verb এর ing form বসবে ।

I had been working  since morning- আমি সকাল থেকে কাজ করছিলাম ।

You had been playing tennis.

It had not been working well .

We had not been expecting her.

 

আগামী পর্বে Future Tense নিয়ে আলোচনা করা হবে ।





Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*