চারটি রেলওয়ে বিশ্ববিদ্যালয় করবে ভারত

রেলওয়ের উন্নয়ন এবং আরো সহজ যোগাযোগের মাধ্যম হিসেবে রেলওয়েকে প্রতিষ্ঠতা করতে চারটি রেলওয়ে বিশ্ববিদ্যালয় করবে ভারত। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘোষণ দিয়েছেন।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার বারাণসীতে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় মোদি বলেছেন, রেলওয়েকে আমরা স্বয়ংসম্পূর্ণ করব। এ সময় মোদির পাশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ প্রভূ।

এদিন মোদি তার বক্তব্যে আবারও ‘ভারতে বানাও’ ক্যাম্পেইনের ওপর জোর দিলেন। তিনি বলেছেন, ‘আমাদের যা দরকার, তা কেন আমরা বানাব না?’

মোদির মতে, রেলওয়ে উন্নত করতে পারলে, তা জাতীয় অগ্রগতিকে ত্বরাণি¦ত করবে। ভারতের অর্থনৈতিক উন্নয়নে রেলখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন তিনি।

মোদি বলেছেন, ভারতীয়দের উচিত তাদের সক্ষমতা বাড়ানো। আমরা তরুণদের বলছি, তোমরা ভারতে বানাও।

সৌজন্যেঃ  www.bartabazar.com





Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*