জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার মানবিক শাখার প্রশ্নের সমাধান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ১৯ ডিসেম্বর বেলা ১১-১২ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। অনেকেই অনলাইনে ভর্তি পরীক্ষার প্রশ্নের সমাধান খুজছেন কিন্তু নির্ভুল সমাধান খুঁজে পাচ্ছেন না। আমি এর আগে একটি পোস্টে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা শাখার প্রশ্নের সমাধান দিয়েছিলাম। এই পোস্টে এখন মানবিক শাখার প্রশ্নের সমাধান দিচ্ছি। চেস্টা করেছি সর্বোচ্চ নির্ভুল সমাধান দেওয়ার। এর পরেও যদি কেও কোন প্রশ্নের উত্তরে ভুল পেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। আমি কারেকশন করে দেব।

Bangladesh-National-University-Logo-300x225

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার মানবিক শাখার প্রশ্নের সমাধান
বাংলা

1. (C), 2. (B), 3. (A), 4. (A), 5.(A),

6. (B), 7. (C), 8. (C), 9. (A), 10. (D),

11. (C), 12. (A), 13. (B), 14. (B), 15. (C),

16. (B), 17. (B), 18. (D), 19. (D), 20. (B),

21. (D), 22. (D), 23. (B), 24. (D), 25. (C)

English

1. (D), 2. (B), 3. (C), 4. (D), 5.(B),

6. (B), 7. (C), 8. (C), 9. (B), 10. (C),

11. (A), 12. (D), 13. (A), 14. (A), 15. (C),

16. (C), 17. (C), 18. (A), 19. (C), 20. (D),

21. (D), 22. (D), 23. (C)*, 24. (C), 25. (B)*

বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞান

1. (D), 2. (A), 3. (B), 4. (D), 5.(A),

6. (A), 7. (C), 8. (D), 9. (D), 10. (B)

অর্থনীতি

1. (A), 2. (A), 3. (D), 4. (C), 5.()*,

6. (C)*, 7. (A), 8. (A), 9. (D), 10. (A)

ইতিহাস

1. ইতিহাসের জনক কে?

(B) হেরোডোটাস

2. মহাকাব্য কোনটি?

(C) রামায়ণ

3.  বাংলার প্রথম স্বাধীন রাজা-

(A) শশাঙ্ক

4. ‘মুল্য নিয়ন্ত্রণ পদ্ধতি’ প্রবর্তন করেন-

(C) আলাউদ্দিন খলজি

5. পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছিল-

(C) ১৫২৬ সালে

6. তাজমহল অবস্থিত-

(C) আগ্রা

7. ইংরেজরা বাংলার দিওয়ানি লাভ করে-

(C) ১৭৬৫ সালে

8. কে মহান ভাষা সৈনিক হিসেবে বিবেচিত?

(A) আব্দুল মতিন

9. বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম-

(A) তাজউদ্দীন আহমদ

10. ফরাসি বিপ্লবের দার্শনিক-

(D) জাঁ-জাক রুসো

পৌরনীতি

1. (B), 2. (C), 3. (B), 4. (C), 5.(D),

6. (D), 7. (C), 8. (A), 9. (D), 10. (D)

সমাজবিজ্ঞান

1. (D), 2. (B), 3. (D), 4. (B), 5.(C),

6. (C), 7. (D), 8. (A), 9. (C), 10. (C)

সমাজকল্যাণ

1. (B), 2. (B), 3. (B), 4. (A), 5.(D),

6. (D), 7. (D), 8. (C), 9. (C), 10. (C)

ভূগোল

1. (C), 2. (A), 3. (C), 4. (A), 5.(D),

6. (C), 7. (B), 8. (C), 9. (D), 10. (B)

বাকিগুলো আসছে….





About আল মামুন মুন্না 823 Articles
আল মামুন মুন্না, বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ সাইট "লেখাপড়া বিডি"র প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে নিয়োজিত আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন যশোর সরকারী এম. এম. কলেজ থেকে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয় নিয়ে বি.বি.এ অনার্স ও আজম খান সরকারী কমার্স কলেজ থেকে এমবিএ সম্পন্ন করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*