ভুমিকম্প তো হয় তাইনা?
ভুমিকম্প যখন হয়!!বা প্রাকৃতিক বিপর্যয় যখন হয়। আমরা কি করি??
আল্লাহর কাছে প্রার্থনা করি আর শুকরিয়া আদায় করি।আর কি করি??
তাঁর সিদ্ধান্তকে এক্সেপ্ট করে নেই।আর বলি তোমার কাছে হাজারো শুকরিয়া!!!অন্তত আমি বেঁচে তো আছি!!তাই না!!
👉👉👉কিন্তু কিন্তু যখন আমাদের মানসিক বিপর্যয়ে পড়ি আমরা তখন কি করি??
রাগ, ক্ষোভ কষ্ট,বের করি আর আল্লাহর কাছে বিচার দেই।আরো কত কিইনা করি।
♥️আমি ও আগে করতাম। এখন করিনা!!!
এখন ভাবি প্রাকৃতিক বিপর্যয় যখন আল্লাহর সিদ্ধান্ত মানসিক বিপর্যয় ও তাঁর সিদ্ধান্ত।
আর তিনি আমাকে একটা পজেটিভ মানসিক এনার্জি দিয়ে পাঠিয়েছেন যা দিয়ে আমি কষ্ট কে ইগ্নোর করতে পারি।
🤔কেন ভাই??সবকাজে আমিই কেন আগে যাবো??
প্রতিবার আমিই কেন ছোট হবো??
আমাকে অমুক কল দেয়না।তমুক খোজ নেয় না!!!
আমিই কেন কল দিব??
💜দিবেন কারন আপনার আত্মাটা শক্তিশালী। ধরুন আপনার গাড়ি আর আমার গাড়ি সামনাসামনি আপনিও আমাকে সাইড দিচ্ছেন না। আমিও আপনাকে সাইড দিচ্ছেন না!!.
তাহলে কি হবে?? এক্সিডেন্ট!!!
তাই আপনি আমাকে সাইড দিবেন কেন দিবেন??
কারন পরম করুনাময় আল্লাহ আপনাকে এক্টা শক্তিশালী আত্মা দিয়ে পাঠিয়েছে যেটা দিয়ে আপনি সব ভাল কাজ করতে পারেন।।
আর আপনি একটা ভাল মনের মানুষ আপনি জানেন কার জন্য কি করতে হবে।
তাই শুধু প্রাকৃতিক না মানসিক দুর্যোগেও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন।।
Leave a Reply