মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২৩ : মেট্রোরেল ভাড়ার তালিকা ২০২৩

মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২২

মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২৩ ও  মেট্রোরেল ভাড়ার তালিকা ২০২৩ নিয়ে আজকে এই পোস্টে আলোচানা করা হবে। স্বপ্নের মেট্রোরেলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টা ৫ মিনিটে রাজধানীর উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি-১ ব্লকের খেলার মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলক উন্মোচন করে মেট্রোরেলের উদ্বোধন করেছেন।  এই পোস্টটি থেকে আপনি ঢাকা মেট্রারেল সম্পর্কিত সাধারণ জ্ঞান সহ মেট্রোরেল ভাড়ার তালিকা ২০২৩ জানতে পারবেন। মেট্রোরেল ঘন্টায় কত মাইল যায়, মেট্রোরেল স্পিড কত, মেট্রোরেল স্টেশন কয়টি ও মেট্রোরেলে চড়তে চাইলে কি করতে হবে বা কারা মেট্রোরেলে চড়তে পারবে এসব সকল প্রশ্ন নিয়ে আজকের পোস্ট। যারা মেট্রোরেল সম্পর্কে জানতে চান তারা এই পোস্টটি পড়ুন। 

মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২২

আমরা এই পোস্টটি থেকে আপনি মেট্রোরেল বাংলাদেশ সম্পর্কে খুটিনাটি সকল প্রশ্ন ও উত্তর পেয়ে যাবেন। মেট্রোরেল তৈরি করতে ব্যায় কত, মোট খরচ কত হয়েছে এসব প্রশ্ন ও উত্তর আপনি এখান থেকে পেয়ে যাবেন। মেট্রোরেল সম্পুর্কিত আমরা গুরুত্বপুর্ণ তথ্য তুলে ধরবো । এই তথ্য গুলো থেকে আপনি অজানা কিছু তথ্য জানতে পারবেন এছাড়াও এই মেট্রোরেল সম্পর্কে অনেক পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, মেট্রোরেল সম্পর্কিত কিছু প্রশ্ন বিভিন্ন চাকরির পরীক্ষায়, চাকরির ভাইভা পরীক্ষায় আসতে পারে । তো চলুন দেখে নেওয়া যাক ঢাকা মেট্রোরেল সম্পর্কিত সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর:

প্রকল্পের নাম ম্যাস রেপিড ট্রানজিট (এমআরটি) লাইন -৬
পোস্ট শিরোনাম মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২৩ / মেট্রোরেল ভাড়ার তালিকা ২০২৩
মেট্রোরেল সর্বোচ্চ গতি ঘন্টায় ১০০ কিলোমিটার
মেট্রোরেল উদ্ভোধন তারিখ ২৮ ডিসেম্বর ২০২২
নির্মান কাজ শুরু হয়েছিল ২৬ জুন ২০১৬
মেট্রোরেল দৈর্ঘ্য কত ২১.২৬ কিলোমিটার

মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২৩ / প্রশ্নাবলি

ঢাকা মেট্রোরেল প্রকল্প প্রকল্পের নাম কি? ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন–৬
প্রকল্পের ধাপ বা প্যাকেজ কয়টি ৮টি
পরিচালনা সংস্থা:  ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)
মেট্রোরেল প্রকল্পের বাজেট কত টাকা?  ৩৩,৪৭১.৯৯ কোটি টাকা
মেট্রোরেল প্রস্তাবিত পথের দৈর্ঘ্য কত? ২১ দশমিক ২৬ কিলোমিটার
মেট্রোরেল ভাড়া কত টাকা? সর্বনিম্ন ২০ টাকা , সর্বোচ্চ ১০০ টাকা
মেট্রোরেল / মেট্রোট্রেনের সংখ্যা কতটি? ২৪ সেট
প্রতিটি মেট্রোরেলে কোচ সংখ্যা কতটি? ৬ টি
প্রতি ট্রেনের যাত্রী ধারণক্ষমতা ২,৩০৮ জন (মাঝের ৪টি কোচের প্রতিটিতে সর্বোচ্চ ৩৯০ জন এবং ট্রেইলার কোচের প্রতিটিতে সর্বোচ্চ ৩৭৪ জন)
মেট্রোরেল চলাচলের সময় সকাল ৮টা থেকে শুরু
মেট্রোরেল সর্বোচ্চ গতি প্রতি ঘন্টা ১০০ কিলোমিটার
যাত্রী পরিবহন ক্ষমতা ঘন্টায় ৬০ হাজার এবং দৈনিক ৫ লাখ
মেট্রোরেল স্টেশন কতটি? ১৭টি
প্রকল্পের সমাপ্তি কত সালে ২০২৫ সাল (সম্ভাব্য)

 মেট্রোরেল স্টেশন গুলির নাম কি কি?

মেট্রোরেলের প্রথম স্তর এর মেট্রো রেলপথের নাম হচ্ছে এমআরটি লাইন ৬। তবে মেট্রোরেলের প্রথম স্তরের স্টেশন গুলির নাম গুলো হলো:

  • জাতীয় জাদুঘর।
  • দোয়েল চত্বর।
  • জাতীয় স্টেডিয়াম।
  • বাংলাদেশ ব্যাংক।
  • উত্তরা সেন্টার।
  • আইএমটি।
  • মিরপুর-১০।
  • কাজীপাড়া।
  • তালতলা।
  • আগারগাঁও।
  • উত্তরা উত্তর।
  • বিজয় সরণি।
  • উত্তরা দক্ষিণ।
  • পল্লবী।
  • ফার্মগেট।
  • সোনারগাঁও।

মেট্রোরেল ভাড়ার তালিকা

মেট্রোরেলের ভাড়ার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে ডিএমটিসিএল। প্রতি কিলোমিটারে ৫ টাকা ধার্য করে এই ভাড়া নির্ধারণ করা হয়েছে। আর সর্বনিম্ন ভাড়া ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ মেট্রোরেলে চড়তেই লাগবে ২০ টাকা। মেট্রোরেলে উত্তরা দিয়াবাড়ি (উত্তরা নর্থ স্টেশন) থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত ভাড়া ৬০ টাকা। আর উত্তরা নর্থ থেকে পল্লবী ও মিরপুর-১১ স্টেশন পর্যন্ত ভাড়া ৩০ টাকা, মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন পর্যন্ত ভাড়া ৪০ টাকা এবং শেওড়াপাড়া স্টেশন পর্যন্ত ভাড়া ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া পল্লবী থেকে মিরপুর-১১, মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন পর্যন্ত সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। তবে পল্লবী থেকে শেওড়াপাড়া ও আগারগাঁও স্টেশন পর্যন্ত যাত্রীদের ভাড়া গুণতে ৩০ টাকা।

  • দিয়াবাড়ি থেকে উত্তরা সেন্টার: ২০ টাকা হল মেট্রোরেল ভাড়া
  • দিয়াবাড়ি থেকে পল্লবী মেট্রোরেল ভাড়া: ৩০ টাকা
  • দিয়াবাড়ি থেকে মিরপুর-১০ মেট্রোরেল ভাড়া: ৪০ টাকা
  • পল্লবী থেকে মিরপুর-১১ মেট্রোরেল ভাড়া: ২০ টাকা
  • পল্লবী থেকে শেওড়াপাড়া মেট্রোরেল ভাড়া: ৩০ টাকা
  • মিরপুর-১০ থেকে ফার্মগেট মেট্রোরেল ভাড়া: ৩০ টাকা
  • দিয়াবাড়ি থেকে শেওড়াপাড়া মেট্রোরেল ভাড়া: ৫০ টাকা
  • মিরপুর-১০ থেকে কারওয়ান বাজার মেট্রোরেল ভাড়া: ৪০ টাকা
  • মিরপুর-১০ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল ভাড়া: ৫০ টাকা
  • আগারগাঁও থেকে দিয়াবাড়ি মেট্রোরেল ভাড়া: ৬০ টাকা
  • মিরপুর-১০ থেকে কমলাপুর মেট্রোরেল ভাড়া: ৭০ টাকা
  • দিয়াবাড়ি থেকে কমলাপুর মেট্রোরেল ভাড়া: ১০০ টাকা

মেট্রোরেল টিকিট কিভাবে পাওয়া যাবে?

উত্তরা ও আগারগাঁও স্টেশন থেকে মেট্রোরেল টিকিট বা কার্ড সংগ্রহ করা যাবে। এই পথের ভাড়া ৬০ টাকা। প্রথম দিকে স্টেশনে দুই ধরনের কার্ড পাওয়া যাবে— স্থায়ী ও এক যাত্রার (সিঙ্গেল জার্নি) কার্ড পাওয়া যাবে। শুরুতে মেট্রোরেল স্টেশন থেকেই এই কার্ড কিনতে হবে। অবশ্য পরে পর্যায়ক্রমে স্টেশনের বাইরে কার্ড বিক্রির জন্য কিছু প্রতিষ্ঠান নিয়োগ করা হবে। ১০ বছর মেয়াদি স্থায়ী কার্ড কিনতে হবে ২০০ টাকা দিয়ে। এই কার্ড দিয়ে যাতায়াতের জন্য প্রয়োজনমতো টাকা রিচার্জ করা যাবে। স্থায়ী কার্ড পেতে নিবন্ধন করতে হবে। বৃহস্পতিবার ডিএমটিসিএলের ওয়েবসাইটে নিবন্ধনের লিংক পাওয়া যাবে। এদিন থেকে নিবন্ধন করা যাবে। নিবন্ধনের জন্য লাগবে নিজের নাম, মাতা–পিতার নাম, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা পাসপোর্ট নম্বর, ফোন নম্বর, ই-মেইল আইডি। এক যাত্রার (সিঙ্গেল জার্নি) কার্ডের জন্য নিবন্ধন লাগবে না। স্টেশন থেকে এই কার্ড কিনেই আসা-যাওয়া করা যাবে। তবে ট্রেন থেকে নামার সময় কার্ড রেখে দেওয়া হবে। স্টেশনের টিকিট অফিস মেশিন (টিওএম) থেকে বিক্রয়কর্মীর সহায়তায় কার্ড কেনা যাবে। এ ছাড়া ভেন্ডিং মেশিন থেকে যাত্রীরা নিজেরাই স্বয়ংক্রিয় পদ্ধতিতে কার্ড সংগ্রহ করতে পারবেন।

দেখে নিন মেট্রোরেল প্রকল্প ২০২২





About মোঃ মিলন ইসলাম 1011 Articles
মোঃ মিলন ইসলাম , বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ সাইট "লেখাপড়া বিডি"র "চিফ ইডিটর" হিসেবে নিয়োজিত আছেন। এছাড়া, লেখাপড়া বিডি"র প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে নিয়োজিত আছেন আল মামুন মুন্না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*