আল হাদিসঃ দান,ইসলাম,পবিত্রতা,শিশু,যুলম,নিন্দুক,খাবার আদব সম্পর্কে রসূলুল্লাহ সাঃ যা বলেছেন

Assalamualikum আজকে আমি আপনাদের মাঝে মহানবী (সাঃ) এর কিছু হাদিস নিয়ে আসলাম। এই পর্বে আমরা জানতে পারবো রসূলুল্লাহ সাঃ,দান,ইসলাম,পবিত্রতা,শিশু,যুলম,নিন্দুক,খাবার আদব সম্পর্কে আমাদের মহানবী (সাঃ) কি বলেছেন ।

রসূলুল্লাহ সাঃ

১৮১. আমি রসূলুল্লাহ (সা) চাইতে অধিক সুন্দর কোনো কিছু দেখিনি। [ আবু হুরাইরা রা. তিরমিযী ]

১৮২. আমি কাউকেও রসূলুল্লাহর (সা) চাইতে দ্রুত চলতে দেখিনি। [ আবু হুরাইরা রাঃ তিরমিযী ]

১৮৩. রসূলুল্লাহ (সাঃ) কাছে কিছু চাওয়া হয়েছে আর তিনি ‘ না’ বলেছেন, এমন কখনো হয়নি। [ জাবির : সহীহ বুখারী ]

১৮৪. রসূলুল্লাহ (সাঃ) রোগীর সেবা করতেন এবং কফিনের সাথে যেতেন।[ আনাস রাঃ ইবনে মাজাহ ]

১৮৫. রসূলুল্লাহ (সা) দীর্ঘ সময় চুপ থাকতেন । [ জাবির বিন সামু রাঃ শরহে সুন্নাহ ]

১৮৬. রসূলুল্লাহ (সা) যখন কথা বলতেন ,তখন কেউ ইচ্ছে করলে তাঁর বক্তব্যের শব্দ সংখ্যা গুণে নিতে পারতো ।[ আয়েশা রাঃ সহীহ বুখারী ]

১৮৭. রসূলুল্লাহ (সা) কথা বলতেন থেমে থেমে স্পষ্ট করে । [ জাবির রাঃ আবু দাউদ ]

১৮৮. রসূলুল্লাহ (সা) সাথে কেউ খারাপ ব্যবহার করলে বিনিময়ে তিনি খারাপ ব্যবহার করতেন না , বরং ক্ষমা করে দিতেন এবং উপেক্ষা করতেন।[ আয়েশা রাঃ তিরমিযী ]

১৮৯. আমি প্রেরিত হয়েছি রহমত হিসেবে। [ সহীহ মুসলিম ]

১৯০.আল্লাহর নবীর চরিত্র ছিলো ঠিক কুরআনের মতো।[আয়েশা রাঃ সহীহ মুসলিম ]

দান

১৯১.দান হচ্ছে একটি প্রমাণ। [ সহীহ মুসলিম ]

১৯২. যে আল্লাহর পথে একটি দান করে ,আল্লাহ তার জন্যে সাতশ ; গুণ লিখে দেন। [ তিরমিযী ]

১৯৩. দান সম্পদ কমায়না। [ তিবরানী ]

ইসলাম

১৯৫. সব কাজের আসল কাজ হলো ‘ ইসলাম’।[ আহমদ ]

১৯৬. কোনো বান্দাহ ততোক্ষণ পর্যন্ত মুসলিম হয়না , যতোক্ষণ তার মন ও যবান মুসলিম না হয়। [ তাগরীব ]

পবিত্রতা

১৯৭. পবিত্রতা ঈমানের অর্ধেক। [ সহীহ মুসলিম ]

১৯৮. যে পূত পবিত্র থাকতে চায় ,আল্লাহ তাকে পূত পবিত্র রাখেন।[ সহীহ বুখারী ]

শিশু

১৯৯. শিশুরা আল্লাহর ফুল।[ তিরমিযী ]

২০০. তোমাদের মাঝে উত্তম লোক সে ,যে তার পরিবার পরিজনের কাছে উত্তম। [ ইবনে মাজাহ ]

যুলম

২০১. যুলম করা থেকে বিরত থাকা ।কেননা , কিয়ামতের দিন যুলম অন্ধকারের রূপ নেবে। [ সহীহ মুসলিম ]

২০২. মযলুমের ফরিয়াদ থেকে আত্মরক্ষা করো। [ সহীহ বুখারী ]

নিন্দুক

২০৩. কোনো নিন্দুক জান্নাতে প্রবেশ করবেনা। [ বুখারী ]

২০৪. রাগে উত্তেজিত হলে চুপ করে থাকো।[ আদাবুল মুফরাদ ]

২০৫.তোমাদের কেউ যখন উত্তেজিত হবে , সে যেনো অযু করে আসে। [ আবু দাউদ ]

খাবার আদব

২০৬. ডান হাতে খাও এবং যা নিকটে তা থেকে খাও। [ সহীহ বুখারী ]

২০৭. যে আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে , সে যেনো নিজের মেহমানকে সম্মান -যত্ন করে । [ সহীহ বুখারী ]

পোষ্টি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। 

পোষ্টি পড়ার জন্য ধন্যবাদ





About musicdon143 3 Articles
I m Student

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*