রেলওয়ে খালাসী পদের পরীক্ষার তারিখ, সিট প্ল্যান, এডমিট কার্ড ডাউনলোড- Railway Khalasi Admit Card Download 2022

রেলওয়ে খালাসী পদ

বাংলাদেশ রেলওয়ে খালাসী পদের পরীক্ষার তারিখ ২০২২: রেলওয়ে খালাসি পদের এডমিট কার্ড ডাউনলোড ২০২২: Railway Khalasi Admit Card Download 2022. বাংলাদেশ রেলওয়ের খালাসি পদে বাছাই পরীক্ষার তারিখ প্রকাশ এবং, সময়সূচি ও কেন্দ্রভিত্তিক আসনবিন্যাস বা সিট প্ল্যান প্রকাশিত হয়েছে। এই পোস্টের মাধ্যমে আমরা রেলওয়ে খালাসী পদের নিয়োগ সংক্রান্ত সকল তথ্য জানাবো। রেলওয়ে চাকরির বিজ্ঞপ্তি খালাসী পদ। 

রেলওয়ে খালাসী পদ

প্রিয় বন্ধুরা, আপনি যদি রেলওয়ে খালাসী পদে চাকরির জন্য আবেদন করে থাকেন তবে আপনার জন্যই এই পোস্টটি । আমরা আজকে এই পোস্টে জানাবো রেলওয়ে খালাসী পদের পরীক্ষার তারিখ, এবং কিভাবে আপনি রেলওয়ে খালাসী পদের এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। রেলওয়ে খালাসী এডমিট কার্ড ডাউনলোড করার নিয়ম সহ রেলওয়ে খালাসী পদের পরীক্ষা ২০২২ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। Railway Khalasi Admit Card Download.

রেলওয়ে খালাসী পদের পরীক্ষা ২০২২

প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ রেলওয়ে (Bangladesh Railway)
পদের নাম খালাসী (Khalasi)
পদ সংখ্যা ১০৮৬
পরীক্ষার তারিখ ২৫/১১/২০২২ তারিখ সকাল ১০:০০ টায়
খালাসী পদের মোট পরীক্ষার্থী সংখ্যা ২ লাখ ৬৭ হাজার ৭২৬ জন
খালাসী পদের এডমিট কার্ড ডাউনলোড ওয়েবসাইট br.teletalk.com.bd

রেলওয়ে খালাসী পদ পরীক্ষার তারিখ ২০২২

আপনারা অনেকেই জানতে চেয়েছেন রেলওয়ে খালাসি পদের পরীক্ষা কবে হবে? খালাসী পদ পরীক্ষার তারিখ কবে? কোথায় খালাসী পদের পরীক্ষা হবে? বাংলাদেশ রেলওয়ে চাকরির পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ রেলওয়ে খালাসী পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। রেলওয়ে খালাসী পদের পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে। প্রকাশিত তারিখ অনুযায়ী Bangladesh Railway Khalashi Exam Date 2022 বাংলাদেশ রেলওয়ে খালাসী পদ পরীক্ষার তারিখ ২৫ নভেম্বর নির্ধারিত করা হয়েছে। ইতিমধ্যেই আবেদনকারীদের মোবাইলে এসএমএস দিয়েছে রেলওয়ে কৃর্তপক্ষ। ২৫ নভেম্বর ২০২২ তারিখে সকাল ১০:০০ টায় খালাসী পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদনকারীরা ওয়েবসাইট থেকে রেলওয়ে এডমিট কার্ড ডাউনলোড করলেই সেখানে তারিখ ও স্থান দেখতে পাবেন।

রেলওয়ে খালাসী পদ এডমিট কার্ড ডাউনলোড পদ্ধতি Railway Khalsi Admit Card Download 2022

আপনারা আমাদের এই পোস্ট এর মাধ্যমে জানতে পারবেন কিভাবে রেলওয়ে খালাসী পদের পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড Railway Khalsi Admit Card Download করতে হয়। যারা খালাসী পদের জন্য আবেদন করেছেন তারা রেলওয়ের এই ওয়েব br.teletalk.com.bd/ সাইট থেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এই ওয়েবসাইট ব্রাউজ করার পর আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড ( User Id and Password) ব্যাবহার করে রেলওয়ে খালাসী এডমিট কার্ড  ( Railway Khalahi Admit card Download) ডাউনলোড করতে পারবেন।

রেলওয়ে খালাসী পদ পরীক্ষার কেন্দ্র তালিকা আসনবিন্যাস সিট প্ল্যান pdf

আগামী ২৫ নভেম্বর ২০২২  তারিখ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাকার ৭৫টি কেন্দ্রে বাংলাদেশ রেলওয়ে খালাসী পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সে উদ্দেশ্যে রেলওয়ে খালাসী পদের সিট প্ল্যান ডাউনলোড pdf ফাইল প্রকাশ করা হয়েছে। সিটপ্ল্যানটি নিচে তুলে দেওয়া হলোঃ

খালাসী পদ পরীক্ষা গ্রহণ নির্দেশনাবলী pdf

রেলওয়ে খালাসী পদ কত মার্কের পরীক্ষা হবেে

আপনারা এটিও প্রশ্ন করে থাকেন রেলওয়ে খালাসী পদের পরীক্ষা কত মার্কের হবে। খালাসী পরীক্ষায় মোট ৭০টি প্রশ্ন থাকবে। পূর্ণমান ৭০। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর। প্রতিটি ভুল উত্তরের জন্য .৫০ নম্বর কাটা হবে। পরীক্ষার সময় থাকবে ১ ঘণ্টা।

রেলওয়ে খালাসী পদের পরীক্ষা গ্রহন নির্দেশাবলী

বাংলাদেশ রেলওয়ে খালাসী পদের চাকরির পরীক্ষার নির্দেশাবলীতে বলা হয়েছে, পরীক্ষার প্রবেশপত্র ছাড়া কাউকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না। এছাড়া পরীক্ষা কেন্দ্রে কমপক্ষে ৩০ মিনিট আগে আসতে হবে। পরীক্ষা শুরু হওয়ার পর কেন্দ্রে কাউকে ঢুকতে দেয়া হবে না। 

রেলওয়ে খালাসী পদের বেতন কত

আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন বাংলাদেশ রেলওয়ের খালাসী পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এই খালাসী পদের বেতন কত। তাদের জন্যও এই পোস্টটি উপকারী । খালাসী পদের জন্য গ্রেড ধরা হবে ২০। এবং এই খালাসী পদে নিয়োগ পেলে বেতন স্কেল (গ্রেড-২০) অনুযায়ী ৮,২৫০ – ২০,০১০ টাকা হবে।

রেলওয়ে খালাসী পদের কাজ কি

আপনারা ইতিমধ্যেই প্রশ্ন করেছেন বাংলাদেশ রেলওয়ে খালাসী পদের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কিন্তু এই খালাসীর অর্থ কি? খালাসী মানে কি? খালাসী পদের কাজ কি? আজকে জানাবো রেলওয়ে খালাসী পদের মানে কি এবং খালাসী পদের কাজ কি হবে। রেলওয়ে খালাসী পদের কাজ হচ্ছে ট্রেনে পরিবহন কৃত ভারী বস্তু, আসবাবপত্র ও মালামাল উঠানামা করা, যাতে ট্রেনে ভ্রমণকারী এবং মালামাল আনন কারীদের সহযোগিতা করা যায়। মুলত ট্রেনের ইঞ্জিন ও বগি পরিচ্ছন্ন রাখার কাজে নিয়োজিত কর্মীদের রেলওয়েতে খালাসী নামে পরিচিত । মাঝে মাঝে রেল পথের পাথর,সুরকি লেভেল বা ঠিক করতে হয়। আশা করি এখন থেকে খালাসী পদের কাজ কি এটা সম্পর্কে ধারণা পেয়েছেন।

রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ 

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২। বাংলাদেশ রেলওয়ে খালাসী পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল রেলওয়ে খালাসী পদ। বাংলাদেশ রেলওয়ে খালাসী পদে মোট ১০৮৬ টি পদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছিল। ২০২১ সালের শেষের দিকে এই খালাসী পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছি। প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ২৬ জানুয়ারী ২০২২ তারিখ পর্যন্ত আবেদন করার তারিখ দেয়া হয়েছিল। রেলওয়ে খালাসি পদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৬৭ হাজার ৭২৬ জন।

রেলওয়ে খালাসী পদ চাকরি পরীক্ষার সাজেশন ২০২২

বাংলাদেশ রেলওয়ে খালাসী পদ চাকরির পরীক্ষার সাজেশন সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। কিভাবে কি বই পড়লে খালাসী পদে ভালো ফলাফল পেতে পারেন। বাংলাদেশ রেলয়েতে খালাসী পদের জন্য লক্ষাধিক পার্থী আবেদন করেছে। এই ক্ষেত্রে খালাসী পদে টিকতে চাইলে আপনাকে অবশ্যই ভালো পরীক্ষা দিতে হবে। এবং ভালা প্রস্তুতি নিতে হবে। এজন্য আপনাকে আমরা সাজেস্ট করতে পারি আপনি বাংলাদেশ রেলওয়ের বিগত পরীক্ষার গুলোর প্রশ্ন পড়তে পারেন। এই প্রশ্ন গুলো পড়লে আপনি মোটামোটি ধারণা পেতে পারেন। এবং আপনি রেলওয়ে চাকরির প্রস্তুতি বিষয়ক অনেক বই পাবেন বাজারে এগুলোও পড়তে পারেন। এছাড়াও আমাদের লেখাপড়া বিডি সাইটটি নিয়মিত ভিজিট করতে পারেন। আমরা সকল বিষয়ের উপরে সাজেশন মুলক পোস্ট করে থাকি।





About মোঃ মিলন ইসলাম 1011 Articles
মোঃ মিলন ইসলাম , বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ সাইট "লেখাপড়া বিডি"র "চিফ ইডিটর" হিসেবে নিয়োজিত আছেন। এছাড়া, লেখাপড়া বিডি"র প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে নিয়োজিত আছেন আল মামুন মুন্না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*