ইতিহাসের এই দিনে – ১৯শে নভেম্বর

সময় বয়ে চলে তার নিজস্ব নিয়মে, সমৃদ্ধ হয় মানবসভ্যতা। বহমান সময়ের বিভিন্ন সময়ের বিভিন্ন ঘটনা-দুর্ঘটনা, মনীষী কিংবা সাধারণ মানুষের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস। ইতিহাসের পাতায় দাগ রেখে যায় এসব ঘটনা। তাই বছরের পর বছর পার হয়ে গেলেও পেছন ফিরে আমরা স্বরণ করি ইতিহাসের আজকের এই দিনের ঘটনাগুলো। তাই আপনাদের জন্য আমাদের বিশেষ আয়োজন ইতিহাসের এই দিনে।

ইংরেজি ক্যালেন্ডার অনুসারে আজকের তারিখ ১৯শে নভেম্বর। আজ নভেম্বর মাসের ১৯ তম দিন। চলুন জেনে নেওয়া যাক আজকের বিশেষ দিবস, ইতিহাসের এই দিনের বিশেষ ঘটনাবলী ও বিশেষ মানুষদের জন্ম, মৃত্যু সম্পর্কে।

আজকের বিশেষ দিবস

  • বিশ্ব টয়লেট দিবস ৷
  • আন্তর্জাতিক পুরুষ দিবস।

ইতিহাসের এই দিনের ঘটনাবলী

  • ১৮১৬ সালের এই দিনে পোল্যান্ডের ওয়ারশ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
  • ১৮৬৩ সালের এই দিনে মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন গেটিসবার্গে তার বিখ্যাত স্বাধীনতার ভাষণ দেন।
  • ১৯৪২ সালের এই দিনে সোভিয়েত ইউনিয়ন স্তালিনগ্রাদে জার্মান বাহিনীর ওপর পাল্টা আক্রমণ শুরু করে।
  • ১৯৭৭ সালের এই দিনে মিশরের তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার সাদাত অধিকৃত বায়তুল মোকাদ্দাস সফর করেন।
  • ১৯৮২ সালের এই দিনে দিল্লিতে নবম এশিয়ান গেমস শুরু।
  • ১৯৯০ সালের এই দিনে ওয়ারশ’ ও ন্যাটো জোটের সদস্যভুক্ত দেশগুলোর নেতারা প্যারিসে এক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে পূর্ব ও প্রাচ্যের দুই ব্লকের মধ্যকার শীতল যুদ্ধের অবসান ঘটান।
  • ১৯৯৯ সালের এই দিনে চীন প্রথমবারের মতো শেন ঝু স্পেসক্রাফট মহাকাশে প্রেরণ করে।

আজকের দিনে যাদের জন্ম

  • ১৭১১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিখাইল লোমনোসভ, তিনি ছিলেন রাশিয়ান পদার্থবিদ, রসায়নবিদ, জ্যোতির্বিদ ও ভূগোলবিদ।
  • ১৮০৫ সালের এই দিনে সুয়েজ খালের নকশাকার ফরাসি প্রযুক্তিবিদ ভিকঁৎ ফ্যের্দিনা মারি দ্যা ল্যেসেপস জন্মগ্রহণ করেন।
  • ১৮৩১ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের বিংশতিতম রাষ্ট্রপতি জেমস গারফিল্ড জন্মগ্রহন করেন।
  • ১৮৩৫ সালের এই দিনে ঝাঁসির রাণী ও ১৮৫৭ সালের ভারতীয় বিদ্রোহের পথিকৃৎ লক্ষ্মী বাঈ জন্মগ্রহন করেন।
  • ১৮৩৮ সালের এই দিনে ব্রাহ্ম সমাজের নেতা ও সমাজ সংস্কারক কেশবচন্দ্র সেন জন্মগ্রহন করেন।
  • ১৮৪৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রিচার্ড আভেনারিউস, জার্মান বংশোদ্ভূত সুইস দার্শনিক ও অধ্যাপক।
  • ১৮৭৭ সালের এই দিনে কবি করুণানিধান বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহন করেন।
  • ১৮৮৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেমস ব্যাচেলার সামনার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ ও অধ্যাপক।
  • ১৮৯৩ সালের এই দিনে চীনের কমিউনিস্ট নেতা মাও সে তুংয়ের জন্ম।
  • ১৯১২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জ এমিল পালাডে, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী রোমানীয় বংশোদ্ভূত আমেরিকান জীববিজ্ঞানী ও চিকিৎসক।
  • ১৯১৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আর্ল উইলবার সাদারল্যান্ড জুনিয়র, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান ফার্মাকোলজিস্ট ও প্রাণরসায়নবিদ।
  • ১৯১৭ সালের এই দিনে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও জওহের লাল নেহরুর কন্যা ইন্দিরা গান্ধী জন্মগ্রহণ করেন।
  • ১৯১৮ সালের এই দিনে জন্মগ্রহণ করেন দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, তিনি ছিলেনভারতের একজন প্রখ্যাত মার্কসবাদী দার্শনিক।
  • ১৯২৩ সালের এই দিনে গীতিকার সলিল চৌধুরী জন্মগ্রহণ করেন।
  • ১৯৩৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইউয়ান টি. লি, তিনি নোবেল পুরস্কার বিজয়ী তাইওয়ান বংশোদ্ভূত আমেরিকান রসায়নবিদ ও অধ্যাপক।
  • ১৯৫১ সালের এই দিনে ভারতের প্রখ্যাত অভিনেত্রী জিনাত আমান জন্মগ্রহণ করেন।
  • ১৯৫৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আবদুল ফাত্তাহ আল-সিসি, তিনি মিশরের ফিল্ড মার্শাল, রাজনীতিবিদ ও মিশরের ৬ষ্ঠ প্রেসিডেন্ট।
  • ১৯৬১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মেগ রায়ান, তিনি আমেরিকান অভিনেত্রী ও প্রযোজক।
  • ১৯৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্রিস্টোফার ঈগলস, তিনি ইংরেজ ফুটবল খেলোয়াড়।
  • ১৯৮৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সিলভিয়া সোলার এস্পিনসা, তিনি স্প্যানিশ টেনিস খেলোয়াড়।

আজকের দিনে যাদের মৃত্যু

  • ১৬৬৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন নিকোলাস পউসিন, তিনি ছিলেন ফরাসি বংশোদ্ভূত ইতালীয় চিত্রশিল্পী।
  • ১৮২৮ সালের এই দিনে অষ্ট্রিয়ার খ্যাতনামা সঙ্গীতজ্ঞ ফ্রান্তেয সোবের্ট মৃত্যুবরণ করেন।
  • ১৮৩১ সালের এই দিনে ব্রিটিশ বিরোধী বিপ্লবী সৈয়দ মীর নিসার আলী ( তিতুমীর ) মৃত্যুবরণ করেন।
  • ১৯৪২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ব্রুনো সচুলয, তিনি ছিলেন পোলিশ চিত্রশিল্পী ও সমালোচক।
  • ১৮৫০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রিচার্ড মেন্টর জনসন, তিনি ছিলেন আমেরিকান কর্নেল, আইনজীবী ও রাজনীতিক।
  • ১৯৮৮ সালের এই দিনে জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনারের রূপকার ও চিত্রশিল্পী হামিদুর রহমানের ইন্তেকাল।
  • ১৯৮৯ সালের এই দিনে বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ ও সামরিক কর্মকর্তা এম এ জলিল মৃত্যুবরণ করেন।
  • ২০০৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জন রবার্ট ভেন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ ফার্মাকোলজিস্ট ও অধ্যাপক।
  • ২০০৭ সালের এই দিনে সাংবাদিক, সঙ্গীত শিল্পী, প্রথা বিরোধী মানুষ, দলছুট ব্র্যান্ডের গায়ক সঞ্জীব চৌধুরী মৃত্যুবরণ করেন।
  • ২০১১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ব্যাসিল ডি’অলিভেইরা, তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ইংরেজ ক্রিকেটার।
  • ২০১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রেডরিক স্যাঙ্গার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ প্রাণরসায়নী ও অধ্যাপক।





About লেখাপড়া বিডি ডেস্ক 1519 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*