কারা অধিদপ্তর কারারক্ষী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২: ৩৮৩ টি শূন্য পদ

কারা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি

কারা অধিদপ্তর কারারক্ষী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২: ৩৮৩টি কারারক্ষী পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। Department of Prison Job Circular মাধ্যমে ৩৮৩ টি শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কারা অধিদপ্তরে কারারক্ষী পদে নিয়োগ দিবে এবার। আগ্রহী প্রার্থীরা অনলাইনে prison.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। ১৭ ডিসেম্বর ২০২২ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। কারা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ সম্পর্কিত বিস্তারিত তথ্য এই পোষ্টে আলোচনা করা হবে। 

নিয়োগদাতা প্রতিষ্ঠানকারা অধিদপ্তর
মোট পদসংখ্যা০২ টি ক্যাটাগরিতে ৩৮৩ টি পদ
পদের নামকারারক্ষী 
আবেদন শুরুর তারিখ২০ নভেম্বর ২০২২
আবদেন করার শেষ তারিখ১৭ ডিসেম্বর ২০২২
প্রতিষ্ঠান ওয়েবসাইটhttp://www.prison.gov.bd
অনলাইনে আবেদনের লিংকhttp://prison.teletalk.com.bd

পদের নাম, সংখ্যা, যোগ্যতা

পদের নামকারারক্ষী 
পদ সংখ্যা৩৮৩ টি
কারারক্ষী পদের শিক্ষাগত যোগ্যতাএসএসসি বা সমমানের ডিগ্রী

যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন

সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। শারিরিক প্রতিবন্ধী ও এতিম কোটার ক্ষেত্রে সকল জেলার পার্থীরা আবেদন করতে পারবে।

প্রার্থীর বয়সসীমা

০১ ডিসেম্বর ২০২২ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে থাকলে আবেদন করতে পারবেন।

কারা অধিদপ্তর কারারক্ষী পদের বেতন কত

কারা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত কারারক্ষী পদের নিয়োগ বিজ্ঞপ্তিতে বেতন গ্রেড ও স্কেল উল্লেখ আছে। বেতন গ্রেড-১৭ তম গ্রেড ও বেতন স্কেলঃ ৯,০০০-২১,৮০০/- 

জেলাভিত্তিক শূন্য পদের সংখ্যা pdf

কারা অধিদপ্তরের এই বিজ্ঞপ্তিটিতে ৩৫৪ জন পুরুষ ও ২৯ জন নারীকে নিয়োগ দেওয়া হবে। কোন জেলায় কতটি পদ শূন্য আছে তার তালিকা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আমাদের এই আর্টিকেলে বিজ্ঞপ্তিটির ছবি আপলোড করা হয়েছে তাই আর্টিকেলটি মন নিয়ে পড়লে শূন্য পদের তালিকাটি জানতে পারবেন।

কারা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ ছবি

কারা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বাংলাদেশ জেল কারারক্ষী নিয়োগ ২০২২ pdf

http://www.prison.gov.bd/sites/default/files/files/prison.portal.gov.bd/notices/68c90f75_e4eb_41bb_b7e6_fb60955c27cf/2022-11-19-04-36-4131b137cf61dabf276145beaf4c1c8c.pdf

কারা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2022 সার্কুলারটি বাংলাদেশ জেল কারারক্ষী নিয়োগ ২০২২ pdf নামেও পরিচিত। এই বিজ্ঞপ্তিটি যারা জেল পুলিশ বা কারারক্ষি পদে চাকরি করতে আগ্রহী তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই এই সার্কুলারটির pdf ফাইল ডাউনলোড করে সংরক্ষণ করার প্রয়োজন পড়বে। এই পোষ্টে আমরা কারারক্ষী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ পিডিএফ ফাইলটি সংযুক্ত করেছি। তাই আপনারা খুব সহজে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখতে পারবেন।





Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*